হাথরস, 18 ডিসেম্বর : হাথরসের ঘটনায় চার অভিযুক্তর বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই । এছাড়া যুবতিকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলেও চার্জশিটে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে ।
তপশিলি ও উপজাতি (নির্যাতন প্রতিরোধ) আইনের আওতায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে । দিল্লি থেকে প্রায় 200 কিলোমিটার দূরে হাথরসের একটি আদালতে আজ এই চার্জশিট জমা দিয়েছে সিবিআই ।
14 সেপ্টেম্বর হাথরসে 20 বছরের দলিত যুবতিকে ধর্ষণের পর খুনের অভিযোগ ওঠে চারজনের বিরুদ্ধে । পরে দিল্লির একটি হাসপাতালে তার মৃত্যু হয় । এমনকী পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে, 30 সেপ্টেম্বর নির্যাতিতার বাড়ির কাছেই তাঁর পরিবারের আপত্তি সত্ত্বেও তাঁর দেহ দাহ করা হয় । উত্তরপ্রদেশ পুলিশ অবশ্য বলেছিল, পরিবারের ইচ্ছানুযায়ী দেহ দাহ করা হয়েছিল ।