পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সুরাতে ইউনিয়ন ব্যাঙ্কের ঋণ জালিয়াতি মামলায় বেঙ্গালুরুতে CBI তল্লাশি

2013 থেকে 2015 সালের মধ্যে সুরাতের পালোড ব্রাঞ্চ 42.30 কোটি টাকা 1728 জন কৃষকের অ্য়াকাউন্টে ট্রান্সফার করার জন্য় ঋণ পাশ করিয়েছিল ৷ কিন্তু, সেই টানা কৃষকদের অ্য়াকাউন্টে ট্রান্সফার হয়নি ৷ যে ঘটনা সামনে আসতেই এর তদন্তভার দেওয়া হয় CBI-র হাতে ৷

CBI-Raids-on-many-locations-in-Union-bank-fraud-case
সুরাটে ইউনিয়ন ব্যাঙ্কের ঋণ জালিয়াতি মামলায় বেঙ্গালোরে CBI তল্লাশি

By

Published : Nov 12, 2020, 10:20 PM IST

বেঙ্গালুরু, 12 নভেম্বর : ইউনিয়ন ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI । বুধবার বেঙ্গালুরুর জয়নগর, মহেশ্বরম সহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালান CBI আধিকারিকরা ৷ 2013-15 সালের মধ্য়ে ইউনিয়ন ব্যাঙ্কের ঝণ তহবিল থেকে 42.30 কোটি টাকা সরিয়ে ফেলার অভিযোগ ওঠে ৷ সেই মামলায় বেশ কয়েকজন সরকারি পদস্থ আধিকারিকদের বিরুদ্ধে মামলা শুরু করে CBI ।

2013 থেকে 2015 সালের মধ্যে সুরাতের পালোড ব্রাঞ্চ 42.30 কোটি টাকা 1728 জন কৃষকের অ্য়াকাউন্টে ট্রান্সফার করার জন্য় ঋণ পাশ করিয়েছিল ৷ কিন্তু, সেই টানা কৃষকদের অ্য়াকাউন্টে ট্রান্সফার হয়নি ৷ যে ঘটনা সামনে আসতেই এর তদন্তভার দেওয়া হয় CBI-র হাতে ৷ তদন্তভার হাতে নিয়ে CBI জানতে পারে এর পিছনে সুরাতের সমবায় সমিতি মান্ডভি বিভাগ সহকারী কৃষি উদ্য়োগ মণ্ডলী এবং তার বোর্ড অফ ডিরেক্টর এর সঙ্গে জড়িত রয়েছেন ৷

এই মামলায় CBI-র তরফে তদন্ত ও সার্চ অপারেশন জারি রয়েছে ৷ তারা সুরাতের সমবায় সমিতি মান্ডভি বিভাগ সহকারী কৃষি উদ্য়োগ মণ্ডলীর সব লেনদেন খতিয়ে দেখছে ৷ দেখা হচ্ছে লোন সংক্রান্ত সব তথ্য় ও কাগজপত্র ৷

ABOUT THE AUTHOR

...view details