বেঙ্গালুরু, 12 নভেম্বর : ইউনিয়ন ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI । বুধবার বেঙ্গালুরুর জয়নগর, মহেশ্বরম সহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালান CBI আধিকারিকরা ৷ 2013-15 সালের মধ্য়ে ইউনিয়ন ব্যাঙ্কের ঝণ তহবিল থেকে 42.30 কোটি টাকা সরিয়ে ফেলার অভিযোগ ওঠে ৷ সেই মামলায় বেশ কয়েকজন সরকারি পদস্থ আধিকারিকদের বিরুদ্ধে মামলা শুরু করে CBI ।
সুরাতে ইউনিয়ন ব্যাঙ্কের ঋণ জালিয়াতি মামলায় বেঙ্গালুরুতে CBI তল্লাশি
2013 থেকে 2015 সালের মধ্যে সুরাতের পালোড ব্রাঞ্চ 42.30 কোটি টাকা 1728 জন কৃষকের অ্য়াকাউন্টে ট্রান্সফার করার জন্য় ঋণ পাশ করিয়েছিল ৷ কিন্তু, সেই টানা কৃষকদের অ্য়াকাউন্টে ট্রান্সফার হয়নি ৷ যে ঘটনা সামনে আসতেই এর তদন্তভার দেওয়া হয় CBI-র হাতে ৷
2013 থেকে 2015 সালের মধ্যে সুরাতের পালোড ব্রাঞ্চ 42.30 কোটি টাকা 1728 জন কৃষকের অ্য়াকাউন্টে ট্রান্সফার করার জন্য় ঋণ পাশ করিয়েছিল ৷ কিন্তু, সেই টানা কৃষকদের অ্য়াকাউন্টে ট্রান্সফার হয়নি ৷ যে ঘটনা সামনে আসতেই এর তদন্তভার দেওয়া হয় CBI-র হাতে ৷ তদন্তভার হাতে নিয়ে CBI জানতে পারে এর পিছনে সুরাতের সমবায় সমিতি মান্ডভি বিভাগ সহকারী কৃষি উদ্য়োগ মণ্ডলী এবং তার বোর্ড অফ ডিরেক্টর এর সঙ্গে জড়িত রয়েছেন ৷
এই মামলায় CBI-র তরফে তদন্ত ও সার্চ অপারেশন জারি রয়েছে ৷ তারা সুরাতের সমবায় সমিতি মান্ডভি বিভাগ সহকারী কৃষি উদ্য়োগ মণ্ডলীর সব লেনদেন খতিয়ে দেখছে ৷ দেখা হচ্ছে লোন সংক্রান্ত সব তথ্য় ও কাগজপত্র ৷