পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাথরসের ঘটনার তদন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে করুক CBI : দাবি BSP - হাথরাস ঘটনায় বিএসপি

হাথরসের ঘটনার তদন্ত ভার CBI এর ওপর তুলে দেন যোগী আদিত্যনাথ । তবে, এরপরেও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী শিবির । CBI তদন্ত কতটা স্বচ্ছ ভাবে হবে তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই ।

BSP leader
BSP leader

By

Published : Oct 4, 2020, 3:45 PM IST

দিল্লি, 4 অক্টোবর : হাথরস কাণ্ডে CBI তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন BSP নেতা সুধীন্দ্র ভাদোরিয়া । সুপ্রিম কোর্টের নজরদারিতে এই ঘটনার তদন্তের দাবিও তোলেন তিনি । তাঁর মতে, CBI তদন্ত হোক সুপ্রিম কোর্টের নজরদারিতে । তাহলেই ঘটনার সঠিক তদন্ত হবে বলেও বলেন তিনি ।

এদিন তিনি বলেন, " সুপ্রিম কোর্টের নজরদারিতে ঘটনার তদন্ত করুক CBI ।তাহলেই ঘটনার সঠিক তদন্ত হবে । এর ফলে নির্যাতিতার পরিবারের লোকেরা ও সমাজ অনেক ভরসা পাবে ।"

এছাড়াও এদিন তিনি বলেন, " হাথরসের ঘটনা নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ চলছে । উত্তরপ্রদেশ সরকারের ওপর দেশের মানুষ ক্ষিপ্ত । বিশেষ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওপর ক্ষিপ্ত দেশের মানুষ ।"

উল্লেখ্য, হাথরসের গণধর্ষণ এর ঘটনায় উত্তরপ্রদেশ-সহ দেশের নানা প্রান্তে পথে নেমে প্রতিবাদ করছেন সাধারণ মানুষ । ঘটনার প্রকৃত তদন্তের দাবি তুলেছেন সবাই । সরব হয়েছেন বিরোধীরা । রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় তুলেছেন যোগী সরকারকে ।

ABOUT THE AUTHOR

...view details