দিল্লি, 20 অগাস্ট : কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বাড়িতে CBI । INX মিডিয়া মামলায় জিজ্ঞাসাবাদ করতে আজ সন্ধ্যায় CBI আধিকারিকরা তাঁর বাড়িতে যান । তবে তার আগে আজ দুপুরে তিনি এই মামলায় আগাম জামিন চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । তবে সেই আবেদন খারিজ করে দেয় আদালত ।
জামিনের আবেদন খারিজের পর চিদম্বরমের বাড়িতে CBI - Congress
কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বাড়িতে CBI ।
INX মিডিয়া মামলায় আগাম জামিনের আবেদন হাইকোর্টে খারিজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পি চিদম্বরম । তাঁর আইনজীবী কপিল সিব্বল এই আবেদনের প্রেক্ষিতে দ্রুত শুনানির আর্জি পেশ করেন আদালতে । এরপর শীর্ষ আদালতের রেজিস্ট্রার আগামীকাল বিচারপতি এন ভি রমনের এজলাসে মামলাটির আবেদন পেশ করতে বলেন কপিলকে । INX মিডিয়া মামলাটির তদন্তের দায়িত্বে আছে CBI ও ED ।
আজ দিল্লি হাইকোর্টে বিচারপতি সুনীল গৌর চিদম্বরমের আগাম জামিন সহ আরও একটি আবেদন খারিজ করে দেন । আবেদন খারিজের কারণ হিসাবে বিচারপতি জানান, চিদাম্বরমের জামিনের আবেদনে অসঙ্গতি রয়েছে ।