শিলং, ১৩ ফেব্রুয়ারি : আজ ফের জিজ্ঞাসাবাদ করা হবে রাজীব কুমারকে। শিলঙে CBI দপ্তরে সাড়ে দশটা নাগাদ পৌঁছাতে পারেন তিনি। এই নিয়ে শনিবার থেকে টানা পাঁচদিন ধরে চলছে জিজ্ঞাসাবাদ।
চিটফান্ড তদন্তে CBI-কে সহযোগিতা করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিরপেক্ষ জায়গায় CBI-র মুখোমুখি হতে বলে। তারপর শনিবার থেকে শিলঙে CBI-র দপ্তরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাজীব কুমারকে।
সারদা চিটফান্ডে অভিযুক্ত তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রবিবার ও সোমবার রাজীব কুমার এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন CBI আধিকারিকরা। কুণাল ঘোষকে আর জিজ্ঞাসাবাদ করা হবে না বলে জানিয়ে দেয় CBI। গতকাল বিকেলে কলকাতা ফিরে এসেছেন তিনি।
তবে রাজীব কুমারকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় CBI। সেজন্য আজও তাঁকে CBI দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। জানা গেছে রাজীব কুমারের জন্য সারদা চিটফান্ড সংক্রান্ত ২৮০টি প্রশ্ন সাজিয়ে রেখেছিলেন CBI তদন্তকারী অফিসাররা। তার সাথে যোগ হতে পারে রোজ়ভ্যালি নিয়ে প্রশ্নও। আজকের পর তাঁকে আর জিজ্ঞাসাবাদ করা হবে কি না তা জানা যাবে আজকের পর।