পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাবরিকাণ্ডে অভিযুক্তদের বয়ান রেকর্ড শুরু করবে স্পেশাল CBI আদালত

313 CRPC ধারার অধীনে বাবরিকাণ্ডে অভিযুক্ত 32 জনের বয়ান রেকর্ড করবে স্পেশাল CBI আদালত।

Babri masjid
Babri masjid

By

Published : Jun 4, 2020, 12:58 PM IST

লখনউ, 4 জুন : আজ থেকে বাবরিকাণ্ডে অভিযুক্তদের বয়ান রেকর্ড করবে স্পেশাল CBI আদালত। এই মামলায় 32 জন অভিযুক্তের বয়ান রেকর্ড করা হবে । এই অভিযুক্তদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, BJP নেতা এম. এম যোশি, উমা ভারতী, বিনয় কাটিয়ার, সাধভি ঋতাম্ভারা, সাক্ষী মহারাজ, রামবিলাস বেদান্তি ও বৃজ ভুষণ শরণ সিং।

এর আগে বিশেষ বিচারপতি এস. কে যাদব জানান, মামলার সমস্ত তথ্য প্রমাণ CBI জমা করেছে এবং আর কোনও তথ্যপ্রমাণ সংগ্রহ করা হবে না।

এই বছরের 6 মার্চ মামলার সমস্ত প্রমাণ সংগ্রহ করা হয় এবং 313 CRPC ধারার অধীনে আদালতের তরফ থেকে চম্পদ রাই, লাল্লু সিং ও প্রকাশ শর্মাকে মার্চের 24 তারিখ বয়ান রেকর্ডিংয়ের জন্য হাজিরা দিতে বলা হয়। তবে লকডাউনের কারণে আদালত বন্ধ থাকায় বয়ান সংগ্রহ করা যায়নি।

18 ই মে থেকে আদালতের কার্যাবলী পুনরায় শুরু হলে, প্রতিরক্ষা কাউন্সিল তদন্তের জন্য তিনজন সাক্ষীকে পুনরায় জেরার জন্য তলব করার আবেদন করে। আদালত সেই আবেদন গ্রহণ করে এবং গতকাল পুনরায় জেরা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details