লখনউ, 4 জুন : আজ থেকে বাবরিকাণ্ডে অভিযুক্তদের বয়ান রেকর্ড করবে স্পেশাল CBI আদালত। এই মামলায় 32 জন অভিযুক্তের বয়ান রেকর্ড করা হবে । এই অভিযুক্তদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, BJP নেতা এম. এম যোশি, উমা ভারতী, বিনয় কাটিয়ার, সাধভি ঋতাম্ভারা, সাক্ষী মহারাজ, রামবিলাস বেদান্তি ও বৃজ ভুষণ শরণ সিং।
এর আগে বিশেষ বিচারপতি এস. কে যাদব জানান, মামলার সমস্ত তথ্য প্রমাণ CBI জমা করেছে এবং আর কোনও তথ্যপ্রমাণ সংগ্রহ করা হবে না।