দিল্লি, 13 মে : কোরোনা সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত সরঞ্জাম ও চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে পাচার হতে পারে মাদক । এমনটা জানাল CBI । এই মর্মে সমস্ত রাজ্যপুলিশ ও কেন্দ্রীয় সংস্থাকে সতর্ক করা হয়েছে ।
কোরোনা সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত সরঞ্জামে পাচার হতে পারে মাদক, সতর্ক করল CBI - কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সতর্ক বার্তা
CBI জানিয়েছে, ইন্টারপোলের থেকে খবর পাওয়া গেছে, আন্তর্জাতিক মাদক পাচারকারীরা বিশ্বের এই প্যাানডেমিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজেদের কার্যসিদ্ধি করছে । এবং কোরোনা প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামের মধ্যেই মাদক পাচার করার পরিকল্পনা চলছে ।
লকডাউনে গৃহবন্দী সকলে । বন্ধ দেশের প্রায় সব সীমান্ত । অন্তঃদেশীয় বা আন্তর্জাতিক বিমানও বন্ধ । যার জেরে রীতিমতো সমস্যায় মাদক পাচারকারীরা । এবার কোরোনাকেই তুরুপের তাস বানিয়ে মাদক পাচারে নতুন ফাঁদ পেতেছে তারা । CBI জানিয়েছে, ইন্টারপোল (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজ়েশন)-এর থেকে খবর পাওয়া গেছে, আন্তর্জাতিক মাদক পাচারকারীরা বিশ্বের এই প্যাানডেমিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজেদের কার্যসিদ্ধি করছে । এবং কোরোনা প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামের মধ্যেই মাদক পাচার করার পরিকল্পনা চলছে ।"
খবর পেয়ে ইন্টারপোল গতকাল একটি নোটিসের মাধ্যমে 194 টি সদস্য দেশকে এবিষয়ে সতর্ক করে । নোটিসে আবেদন করা হয়েছে, দেশগুলি যেন পাচারকারীদের মোডাস অপারেন্ডি, ব্যবহৃত ডিভাইজ় ও পাচারের পদ্ধতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে তাদের জানায় । CBI জানিয়েছে, খবর পাওয়া মাত্রই তারা দেশের বিভিন্ন রাজ্য ও ইন্টারপোলের আধিকারিক (প্রত্য়েকটি রাজ্যে ইন্টারপোলের বিষয় খতিয়ে দেখার জন্য একজন করে নিযুক্ত থাকেন)-দের এই বিষয় সম্পর্কে সতর্ক করেছে । সতর্ক করা হয়েছে, কেন্দ্রীয় সংস্থাগুলিকেও ।