পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 19, 2020, 9:23 PM IST

ETV Bharat / bharat

জাতিবিদ্বেষী বিজ্ঞাপন, উত্তরপ্রদেশে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ

জাতিবিদ্বেষ ছড়ানোর অভিযোগে হাসপাতালের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷

Case filed against UP hospital for religious hatred ad
উত্তরপ্রদেশের হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের

মেরঠ, 19 এপ্রিল : COVID-19 নিয়ে জাতিবিদ্বেষ ও হিংসা ছড়ানোর অভিযোগ উঠল মেরঠের এক বেসরকারি ক্যানসার হাসপাতালের বিরুদ্ধে ৷ অভিযোগ, স্থানীয় এক সংবাদপত্রে ওই হাসপাতালের পক্ষ থেকে নির্দিষ্ট একটি সম্প্রদায়বিরোধী বিজ্ঞাপন দেওয়া হয় ৷ বলা হয়, অহিন্দু বা নির্দিষ্ট একটি সম্প্রদায়ভুক্ত হলে COVID-19 পরীক্ষা করাতে হবে ৷ নেগেটিভ হলে তবেই রোগী ও তাঁদের আত্মীয়দের সেখানে প্রবেশ করতে দেওয়া হবে ৷ ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷

সংবাদপত্রে জাতিবিদ্বেষী বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল ৷ পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক সংবাদপত্রে ওই হাসপাতালের পক্ষ থেকে একটি বিজ্ঞাপন দেওয়া হয় ৷ বিজ্ঞাপনে বলা হয়, ‘‘ নির্দিষ্ট একটি সম্প্রদায়ের রোগী ও তাঁদের পরিজনদের কোরোনা পরীক্ষা করাতে হবে ৷ নেগেটিভ হলে তবেই হাসপাতালে প্রবেশ করতে পারবেন তাঁরা ৷’’ বিজ্ঞাপনে দিল্লির নিজ়ামুউদ্দিনের ঘটনার কথাও উল্খলে করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনার পর বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় ওঠে ৷ পরে বিষয়টি শুধরে দ্বিতীয় একটি বিজ্ঞাপন দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ যদিও হাসপাতালের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷

উত্তরপ্রদেশের জনসংখ্যার প্রায় 20 শতাংশ ইসলাম ধর্মাবলম্বী ৷ রাজ্যে 970 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ 14 জনের মৃত্যু হয়েছে ৷ রাজ্যের প্রায় 150টি জায়গা হটস্পট সংলগ্ন এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে ৷ মেরঠে 70 জনের শরীরে কোরোনার সন্ধান পাওয়া গিয়েছে ৷ বেসরকারি হাসপাতালটি যেখানে রয়েছে, সেই এলাকায় কোরোনায় দু’জনের মৃত্যু হয়েছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details