জৌনপুর , 29 অক্টোবর : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও PDP নেত্রী মেহবুবা মুফতির বিরুদ্ধে মামলা দায়ের করা হল জৌনপুর জেলার দেওয়ানি আদালতে । ভারতের পতাকা ও 370 ধারা পুনঃপ্রতিষ্ঠা নিয়ে দেশদ্রোহী ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে । এই অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে । 27 নভেম্বর এই মামলার শুনানি হবে । PDP নেত্রী মুফতির বিরুদ্ধে দেশদ্রোহিতা এবং পতাকা অবমাননার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব ।
তবে, 23 অক্টোবর মুফতি একটি সাংবাদিক বৈঠকে বলেছিলেন , 370 ধারা পুনরুদ্ধারের জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন । তিনি বর্তমান ভারতের সঙ্গে স্বচ্ছন্দ্য বোধ করছেন না । অভিযোগ করেন , জম্মু ও কাশ্মীরের পতাকা লুট করা হয়েছে । পতাকাটি পুনরুদ্ধার না করা পর্যন্ত আমি আর কোনও পতাকা তুলব না । আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব বলেন , মেহবুবা মুফতির বলা উচিত ছিল যে , তিনি তখনই পতাকা তুলবেন যখন তিনি জম্মু ও কাশ্মীরের পতাকা পুনরুদ্ধার করতে পারবেন ।