পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পিছানো যাবে না, সূচি মেনেই NEET, JEE-র পরীক্ষা : সুপ্রিম কোর্ট

পরীক্ষা পিছিয়ে দিলে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সংকটের মুখে পড়তে পারে ৷ তা নিয়ে চিন্তিত সুপ্রিম কোর্ট ৷ তিন বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, কোরোনার জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়া কোনওভাবেই ঠিক হবে না ৷

careers-cant-be-put-in-jeopardy-supreme-court-wont-defer-neet-jee
পিছানো যাবে না, সূচি মেনেই NEET, JEE-র পরীক্ষা

By

Published : Aug 17, 2020, 5:07 PM IST

Updated : Aug 17, 2020, 5:23 PM IST

দিল্লি, 17 অগাস্ট : জয়েন্ট এনট্রান্স পরীক্ষা ( JEE ) ও মেডিকেল এনট্রান্স পরীক্ষা ( NEET ) নির্ধারিত সময়েই হবে ৷ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷ দেশের শীর্ষ আদালত জানায়, "IIT - র এই দুই প্রবেশিকা পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়েই হবে ৷ পড়ুয়াদের কেরিয়ারের সঙ্গে কোনওরকম আপোস করা যাবে না ৷ তাদের কেরিয়ার কোনওভাবেই বিপদে ফেলা যাবে না ৷" প্রসঙ্গত, কোরোনা ভাইরাসের প্রকোপের কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে পিটিশন জমা দেন 11 জন ৷ সেই পিটিশন খারিজ করে আজ এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷

চলতি বছরের সেপ্টেম্বর মাসে পরীক্ষা দুটি হওয়ার কথা ৷ আজ সুপ্রিম কোর্টের তিন বিচারপতি বেঞ্চের প্রধান অরুণ মিশ্র জানান, "জীবনকে থামানো যাবে না ৷ আমাদের সবরকম সুরক্ষা নিয়েই এগোতে হবে ৷ পড়ুয়ারা কী এক বছর নষ্ট করার জন্য তৈরি ? শিক্ষা ব্যবস্থার প্রক্রিয়া সচল রাখা উচিত ৷ আগামী এক বছর কোরোনা চলতে পারে ৷ তার জন্য কী বছরভর অপেক্ষা করা ঠিক হবে? এর ফলে দেশের কত বড় ক্ষতি হবে, পড়ুয়ারা কত বিপদে পড়বে তা নিয়ে কোনও ধারণা আছে ? "

কোরোনা প্যানডেমিকের পর পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নিতে হবে ৷ এই মর্মে 11 টি রাজ্য থেকে 11 জন পিটিশন দায়ের করেছিলেন ৷ পরীক্ষাকেন্দ্র বাড়ানোর আবেদনও জানিয়েছিলেন তাঁরা ৷ আজকের শুনানিতে আবেদনকারীদের আইনজীবী আলাক অলোক শ্রীবাস্তব বলেন, পড়ুয়ারা তাদের স্বস্তি ও সুরক্ষার জন্য শীর্ষ আদালতের দারস্থ হয়েছেন ৷ এর বিরোধিতা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ( NTA ) তরফে সলিসিটর জেনেরাল তুষার মেহেতা জানান, পরীক্ষা নেওয়ার জন্য সবরকম সুরক্ষাব্যবস্থা নেওয়া হবে ৷

চলতি বছরের সেপ্টেম্বর মাসের 1 থেকে 6 তারিখ পর্যন্ত JEE ও সেপ্টেম্বরের 13 তারিখে NEET পরীক্ষা নেওয়ার দিন নির্ধারিত রয়েছে ৷

Last Updated : Aug 17, 2020, 5:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details