পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাসপাতালে বেড নিয়ে কালোবাজারি হলে কড়া ব্যবস্থা : কেজরিওয়াল - হাসপাতালের বেড নিয়ে কালোবাজারি

হাসপাতালে বেড থাকার পরেও ফিরিয়ে দেওয়া হচ্ছে কোরোনা উপসর্গযুক্ত রোগীদের । দিল্লিতে এমন বেশ কিছু অভিযোগ সামনে আসছিল কিছুদিন ধরে ।

Arvind Kejriwal
অরবিন্দ কেজরিওয়াল

By

Published : Jun 6, 2020, 7:49 PM IST

দিল্লি, 6 জুন : রাজধানীতে কোরোনা সংক্রমিতদের জন্য তৈরি বিশেষ হাসপাতালগুলিতে শয্যাসংখ্যার কোনও অভাব নেই । কোরোনার উপসর্গ রয়েছে এমন কাউকে হাসপাতাল থেকে ফেরানো যাবে না । দিল্লির হাসপাতালগুলিকে আজ এই সতর্কবার্তাই দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । সোশাল মিডিয়ায় বিগত কয়েকদিন ধরেই কিছু পোস্ট ঘোরাফেরা করছিল, যাতে বলা হচ্ছে হাসপাতালের ভরতি হতে গেলেও অনেককেই পর্যাপ্ত নজর দেওয়া হচ্ছে না । এবং ফিরিয়ে দেওয়া হচ্ছে । এবার এর প্রেক্ষিতেই মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী ।

কেজরিওয়াল বলেন, "কিছু হাসপাতাল কোরোনা ভাইরাসের রোগীদের ভরতি নিতে চাইছে না । বেশ কিছু হাসপাতালে শয্যা নিয়ে কালোবাজারি চলছে । এদের পিছনে অন্যান্য রাজনৈতিক দলের মদত রয়েছে । আমি সেই সমস্ত হাসপাতালগুলিকে সাবধান করে দিচ্ছি । কেউ ছাড় পাবে না ।"

তিনি আরও বলেন, " আমাদের কিছুদিন সময় দিন এই সমস্যার সমাধান করতে । যে যে হাসপাতাল বেড থাকা সত্ত্বেও রোগীদের ভরতি নিতে চাইছে না, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হবে ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।"

পাশাপাশি কেজরিওয়াল আরও বলেন, যদি উপসর্গ নেই এমন হাজার হাজার মানুষ সোয়াবের নমুনা পরীক্ষার জন্য লাইনে দাঁড়ান, তাহলে রাজধানীর স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়বে । তাই শুধুমাত্র যাঁদের শরীরে কোরোনার উপসর্গ দেখা দিয়েছে, তাঁদেরই সোয়াবের নমুমা পরীক্ষা করা হবে ।

এদিকে গতকাল রাজধানীতে নতুন করে 1330 জনের শরীরে ভাইরাসের সংক্রমণের হদিস মিলেছে । এই নিয়ে সেখানে মোট সংক্রমিতের সংখ্যা 26 হাজার ছাড়াল । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 708 জনের । এই পরিস্থিতিতে বেশ কিছু টুইট সামনে এসেছে যেখানে বলা হচ্ছে, উপসর্গ থাকার পরেও বেশ কিছু হাসপাতালে ভরতি নেওয়া হচ্ছে না । মানুষ এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াচ্ছে । আর এই টুইটেই অস্বস্তি বাড়ছিল প্রশাসনের । কেজরিওয়াল আরও বলেন, "আমরা একটি মোবাইল অ্যাপ চালু করেছি, যা থেকে কোন হাসপাতালে ক'টি বেড রয়েছে, তা জানা যাবে ।"

ABOUT THE AUTHOR

...view details