পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভূখণ্ড রক্ষায় কোনও আপস নয়, চিনের হুঁশিয়ারির জবাব দিল ভারত - মস্কো

এর আগে বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে আলাদা আলাদা ভাবে ফোনে কথা হয়েছে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র। সেনাস্তরেও চলছে বৈঠক । তবে এই প্রথম দু'দেশের প্রতিরক্ষামন্ত্রক স্তরের মুখোমুখি বৈঠক হল ।

ভারত-চিন বৈঠক
ভারত-চিন বৈঠক

By

Published : Sep 5, 2020, 3:50 PM IST

দিল্লি, 5 সেপ্টেম্বর : "ভারত-ই লাদাখ সীমান্তে উত্তেজনার জন্য দায়ী এবং সেখানে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না ।" শুক্রবার রাতে মস্কোর মেট্রোপোল হোটেলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-চিনের প্রতিরক্ষামন্ত্রী জেনেরাল ওয়েই ফেংহের বৈঠকের পর এমনই হুঁশিয়ারি দিয়েছে চিনা সরকার । এর কিছুক্ষণ পরেই টুইটারে রাজনাথ সিং লেখেন, "প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) শান্তি বজায় রাখতে একমাত্র পথ দুই দেশের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়া । ভারত-চিনের কূটনৈতিক ও সেনা দুই পর্যায়ের আলোচনাই শান্তি ফেরাতে পারে ।"

শুক্রবারের বৈঠকে রাজনাথ সিং সাফ জানিয়েছেন, চিন আগ্রাসী নীতি ছাড়লে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি বজায় থাকতে পারে । প্রতিরক্ষামন্ত্রক আরও জানিয়েছে, LAC-তে চিনের প্রচুর সংখ্যক সেনা মোতায়েন, আক্রমণাত্মক আচরণ এবং একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টার ফলে ইন্দো-চিন দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন হচ্ছে ।

শুক্রবারের বৈঠকের পর শি জিনপিংয়ের সরকার শনিবার একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, "চিন-ভারত সীমান্তের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী ভারত । চিন এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় । চিনের ভূখণ্ডকে বাঁচাতে আমাদের সেনা সব রকমভাবে তৈরি রয়েছে ।" এর জবাব দিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রক পালটা টুইট করে জানিয়েছে, "ভারত নিজের অবস্থান থেকে সরছে না । চিনের আগ্রাসী মনোভাবের সামনে মাথা নোয়ানোর প্রশ্নই নেই । সীমান্তে ভারতীয় ভূখণ্ড রক্ষার জন্য ভারতীয় জওয়ানরাও বদ্ধপরিকর ।"

প্রতিরক্ষামন্ত্রক আরও বলে, "আশা করি চিন দ্বিপাক্ষিক চুক্তি ও প্রোটোকল অনুসারে প্যাংগং লেক ও সীমান্তবর্তী অঞ্চলের সমস্ত অস্থিরতা মেটানোর জন্য ভারতের সঙ্গে সহযোগিতা করবে । ভারত সব সময় সীমান্তে শান্তি বজায় রাখার চেষ্টা করে । একই সঙ্গে ভারত ভূখণ্ডকে রক্ষা করতেও কোনও আপস করে না । "

চিনের প্রতিরক্ষামন্ত্রীর আর্জিমতো শুক্রবার রাতে মস্কোর মেট্রোপোল হোটেলে ভারতীয় সময় সাড়ে ন'টায় ভারত ও চিনের প্রতিরক্ষা স্তরের বৈঠক হয় । বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং চিনের প্রতিরক্ষামন্ত্রী জেনেরাল ওয়েই ফেংহে । বৈঠক চলে দু'ঘণ্টা কুড়ি মিনিট ।

ABOUT THE AUTHOR

...view details