দিল্লি, 3 জুন : ভারত-চিন সীমান্তে সামরিক উত্থাপন নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করলেন রাহুল গান্ধি । টুইটারের রাহুল লেখেন, কোনও চিনা সৈনিক ভারতে প্রবেশ করেনি এটা নিশ্চিত করুক কেন্দ্র ।
আজ কেন্দ্রীয় সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, “কেন্দ্রীয় সরকার কি এটা নিশ্চিত করতে পারে যে, কোনও চিনা সৈনিক ভারতে প্রবেশ করেনি । পাশাপাশি তিনি একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন জুড়ে দেন টুইটে । ওই প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব লাদাখে সামরিক উত্থান নিয়ে 6 জুন ভারত ও চিনের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক হতে পারে । রাহুল গান্ধি আরও বলেন, ”স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং স্বীকার করেছেন যে, ভারত-চিন সীমান্তে বহু সংখ্যক চিনা সৈনিক উপস্থিত হয়েছে ।"