দিল্লি, 25 অগাস্ট : সংসদে বাদল অধিবেশন সেপ্টেম্বরের 14 তারিখ থেকে অক্টোবরের 1 তারিখ পর্যন্ত করার সুপারিশ সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটির ৷ মোট 18 দিন ধরে এই অধিবেশন চলার সুপারিশ করা হয়েছে ক্যাবিনেট কমিটির তরফে তবে কবে কবে অধিবেশন হবে সেই দিনগুলি পরে নির্দিষ্ট করা হবে৷
সংসদের এক আধিকারিকের জানান, কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাদল অধিবেশনে একাধিক সতর্কতা মূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ৷ যার মধ্যে একাধিক পদক্ষেপ সংসদে অধিবেশনের ক্ষেত্রে প্রথমবার গ্রহণ করা হচ্ছে ৷ ইতিমধ্যেই তা নিয়ে কাজ শুরু হয়েছে ৷ সংসদে অধিবেশন চলাকালীন সামাজিক দূরত্ব বজায় রাখতে লোকসভা এবং রাজ্যসভা চেম্বার ও গ্যালারিতেও সদস্যদের সামাজিক দূরত্ববিধি মানতে হবে ৷
রাজ্যসভার সচিবালয়ের তরফে জানা গিয়েছে, অধিবেশন চলাকালীন উচ্চকক্ষের সদস্যরা চেম্বার ও গ্যালারি উভয় জায়গায় বসতে পারবেন ৷ 1952 সাল থেকে এখন পর্যন্ত সংসদের ইতিহাসে এই প্রথমবার সদস্যদের বসার ক্ষেত্রে এইরকম পরিবর্তন গ্রহণ করা হয়েছে ৷ যেখানে 60 জন সদস্য বসবেন চেম্বারে, 51 জন বসবেন রাজ্যসভার গ্যালারিতে, এবং বাকি 132 জন বসবেন লোকসভার চেম্বারে ৷ লোকসভার সচিবালয়েও একইভাবে বসার ব্যবস্থা করা হবে ৷