পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 8, 2020, 6:58 PM IST

ETV Bharat / bharat

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বৃদ্ধির অনুমোদন মন্ত্রিসভায়

আরও পাঁচ মাস প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বৃদ্ধির অনুমোদন দিল মন্ত্রিসভা ৷

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ বৃদ্ধির অনুমোদন মন্ত্রিসভায়
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ বৃদ্ধির অনুমোদন মন্ত্রিসভায়

দিল্লি, 8 জুলাই: প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আরও পাঁচমাস মেয়াদ বৃদ্ধির অনুমোদন দিল মন্ত্রিসভা ৷ অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এই যোজনার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ৷ বুধবার ক্যাবিনেট বৈঠকের পর জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ৷

তিনি বলেছেন, আরও পাঁচমাসের জন্য এই যোজনার আওতায় আসা পরিবারের প্রতিটি সদস্যকে পাঁচ কিলো চাল অথবা গম এবং এক কিলো ডাল দেওয়া হবে ৷ এই যোজনার অধীনে দেশের 80 কোটিরো বেশি মানুষ লাভবান হবে ৷ গত মাসের 30 তারিখ জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এই স্কিমের মেয়াদ বৃদ্ধি করা হবে বলে ঘোষণা করেছেন ৷ তিনি বলেছিলেন, "দেশের কোনও গরিব ও দুস্থ মানুষ খালি পেটে থাকবে না ৷ Covid-19 প্যানডেমিকের কারণে বর্ষা ও উৎসবের সময় বিনামূল্যে রেশন দেওয়া হবে ৷" কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, "প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় এপ্রিলে 74.3 কোটি, মে মাসে 74.75 কোটি এবং জুনে 64.72 কোটি মানুষ লাভবান হয়েছেন ৷ কোরোনা প্যানডেমিকের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গরিব মানুষের ৷ তাদের সুরক্ষা দেওয়ার উদ্দেশেই এই স্কিম ৷"

সারা দেশে লকডাউন চলাকালীন এই স্কিমের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এই স্কিমের প্রথম দফায় এপ্রিল থেকে তিনমাস পর্যন্ত বিনামূল্যে খাদ্যসামগ্রী দেওয়ার কথা বলা হয়েছিল ৷ দ্বিতীয় দফায় মেয়াদ পাঁচমাস বৃদ্ধি করে জুলাই থেকে 30 নভেম্বর করা হয়েছে ৷ দ্বিতীয় দফায় 200 লাখ টন শস্য ও 9 লাখ 78 হাজার মেট্রিক টন ডাল বিতরণ করা হবে ৷ দুই দফা মিলিয়ে মোট খরচের পরিমাণ 1 লাখ 50 কোটির কাছাকাছি ৷

ABOUT THE AUTHOR

...view details