দিল্লি, 4 জানুয়ারি : পোস্টটি ভাইরাল হয়েছিল টুইটারে । মুরলিকৃষ্ণা নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টুইটটি করা হয়েছিল । সেখানে একটি বিশেষ ফোন নম্বর উল্লেখ করে লেখা হয় নেটফ্লিক্সের ছয় মাসের ফ্রি সাবস্ক্রিপশন চাইলে সেই নম্বরে কল করতে হবে । টুইটটি ভাইরাল হয় । এরপরই নেটফ্লিক্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে আসে পালটা টুইট । জানানো হয়, ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে না নেটফ্লিক্স । টুইটটি সম্পূর্ণ ভুয়ো ।
উল্লেখ্য, ওই ভুয়ো টুইটটিতে যে ভুয়ো ফোন নম্বরটি ব্যবহার করা হয়েছিল সেটি নিয়ে বিতর্ক ছড়ায় । দেখা যায়, 2 জানুয়ারি BJP-র অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে CAA-র সমর্থনে টুইট করা হয় । সেখানেও শেয়ার করা হয় এই একই নম্বর । টুইটে আবেদন জানানো হয় নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করলে 88662-88662 নম্বরে মিসড কল দিন ।
শুধুমাত্র BJP-র অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেই নয়, CAA-র সমর্থনে ওই নম্বরে মিসড কল দেওয়ার জন্য পোস্ট করা হয়েছিল BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও । বিষয়টি সামনে আসার সঙ্গে সমালোচনার মুখে পড়ে BJP ।
এছাড়া ফোন নম্বরটি ব্যবহার করে আরও কয়েকটি ভুয়ো টুইট হয়েছে । সেগুলিতেও মানুষকে প্রলোভন দেখিয়ে ওই নম্বরে মিসড কল করার জন্য বলা হচ্ছে । এরপরেই নেটিজ়েনদের ট্রোলের শিকার হয় BJP।
দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা চলছে । বিরোধীরা অভিযোগ করেছে এই আইন সংবিধানকে অসম্মান করছে । ধর্মীয় নিরপেক্ষতা লঙ্ঘন করছে এই আইন । কিন্তু BJP-র তরফে বলা হয়, বিরোধীরা সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে । এই আইন নিয়ে ভুল ধারণা তৈরি করছে । সাধারণ মানুষের এই আইন নিয়ে ধারণা স্পষ্ট হওয়া প্রয়োজন । তাই এই আইনের পক্ষে প্রচারে নামে BJP। দিল্লির রামলীলা ময়দানে সভার মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন মোদি । টুইটারেও নির্দিষ্ট ওই নম্বরের কথা উল্লেখ করে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মিসড কল দেওয়ার প্রচার চালানো হয় দলের তরফে ।