দিল্লি ,30 জুলাই : উত্তরপ্রদেশ এবং কেরালা এই দুই রাজ্যসভার উপনির্বাচন 24 অগস্ট অনুষ্ঠিত হবে, বলে আজ ঘোষণা করল নির্বাচন কমিশন ।এই বছরের শুরুর দিকে উত্তরপ্রদেশ থেকে বেনিপ্রসাদ ভার্মা এবং কেরালার বীরেন্দ্র কুমারের মৃত্যুর পরে এই উপনির্বাচন দুটির প্রয়োজনীয়তা আছে। যদিও, ভার্মার মেয়াদ 2022 সালের জুলাই পর্যন্ত আছে। কিন্তু, কুমারের মেয়াদ 2022 সালের এপ্রিল মাসে শেষ হয়ে গেছে । 6 অগস্ট উপনির্বাচনের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে এবং 24 অগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
24 অগস্ট উত্তরপ্রদেশ এবং কেরালা রাজ্যসভায় উপনির্বাচন - উত্তর প্রদেশ
উত্তরপ্রদেশের বেনি প্রসাদ ভার্মা এবং কেরালার বীরেন্দ্র কুমারের মৃত্যুর পরে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট গণনার প্রয়োজনীয়তাকে মাথায় রেখে 24 অগস্ট ওই দুই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নিয়মনীতি মেনে উপনির্বাচনের দিন সন্ধ্যায় ভোট গণনা অনুষ্ঠিত হবে।
উপনির্বাচন
নিয়ম-নীতি মেনে নির্বাচন দিনের সন্ধ্যাবেলায়ই ভোট গণনা হবে। এই উপনির্বাচন প্রক্রিয়াটি ব্যালট পেপার ব্যবহার করে পরিচালিত করার অনুরোধ করে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্য কংগ্রেস সভাপতি কমলনাথ 23 জুলাই নির্বাচন কমিশনকে চিঠি দেন। তাঁর এই অনুরোধের প্রাসঙ্গিকতার পরিপ্রেক্ষিতে, তিনি জানান, “কোভিড-19 এর সংক্রমণে ব্যালট পেপার ব্যবহার করে ভোট দিলে সংক্রমণ এড়ানো যেতে পারে। ”