পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ব্যবসায়িক এজেন্টদের জন্য় আর্থিক সাহায্যের আবেদন BCFI-র - আর্থিক অনুদান

ব্যবসায়িক প্রতিনিধিরা লকডাউনের মধ্যেও প্রতিনিয়ত কাজ করে চলেছেন। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে অক্লান্ত পরিশ্রম করছেন তাঁরা । তাই এই এজেন্টদের জন্য আগামী 6 মাস 5000 করে আর্থিক সাহায্য এবং জীবন ও স্বাস্থ্য বিমার আবেদন জানাল BCFI ।

BUSINESS CORRESPONDENT
আর্থিক সাহায্যে আবেদন BCFI-র

By

Published : Jun 5, 2020, 9:00 PM IST

দিল্লি, 5 জুন : COVID-19 সংকটের জেরে কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানাল বিজ়নেস করেসপন্ডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া ( BCFI) ।

এই সংকটের সময় শিল্প প্রতিষ্ঠানগুলি কেন্দ্রীয় সরকারের কাছে আগামী ছ-মাস প্রত্যেক ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য জীবন ও স্বাস্থ্য বিমার দাবি জানিয়েছে । পাশাপাশি 2020-র এপ্রিল মাস থেকে প্রত্যেকের জন্য মাসে 5000 টাকা করে আর্থিক সাহায্যের আবেদন করেছে।

লকডাউন চলাকালীন ব্যবসায়িক প্রতিনিধিরা কীভাবে গ্রামীণ অঞ্চলে নগদ টাকা প্রদানের ক্ষেত্রে ভূমিকা পালন করেছিলেন তা নিয়ে ভার্চুয়াল গোলটেবিলে আলোচনা হয় । এই আলোচনায় উপস্থিত ছিল সাব-K, FIA গ্লোবাল, নেয়ারবাই, ফিনো পেয়েমেন্ট ব্যাঙ্ক, অক্সিজেন এবং SaGgraha ।

শিল্প সংস্থার হিসেবে, গ্রাহকদের সাহায্যের ক্ষেত্রে এই ব্যবসায়িক প্রতিনিধিরা খবুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । বিশেষ করে গ্রামীণ এলাকাগুলিতে, যেখানে ব্যাঙ্কিং পরিষেবা এখনও সেভাবে পৌঁছায়নি ।

লকডাউনের পর থেকে বিশেষ করে মে মাস থেকে দেখা গিয়েছে ডিজিটাল লেনদেন বেড়েছে । এদের মধ্যে শীর্ষে রয়েছে AEPS ও UPI ।

তবে ছোটো শিল্পদের জন্য MSME লোন পেতে এই প্রতিনিধিরা বড় ভূমিকা পালন করেন। যা আর্থনীতিকে চাঙ্গা করে। বিষয়টি কেন্দ্রীয় সরকারকে একবার ভেবে দেখার আবেদন জানিয়েছে বিজ়নেস করেসপন্ডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া ।

BCFI-র চেয়ারম্যান শশীধর থুমুলুরি জানিয়েছেন, “COVID-19-র জেরে লকডাউন চলাকালীন 80 শতাংশেরও বেশি এজেন্ট দেশের অর্থের চাহিদা মেটাতে অক্লান্ত পরিশ্রম করেছেন।”

FIA গ্লোবালের CEO সীমা প্রেমের আবেদন, “এই সংকটের সময় এই এজেন্টরা ব্যাঙ্ক ও সরকারকে নানাভাবে সাহায্য করেছেন। তাই সরকারেরও এদের জন্য ভাবা উচিত । এজেন্টদের আগামী 6 মাস 5000 টাকা করে আর্থিক সাহায্য নিশ্চিত করা উচিত সরকারের।”

ABOUT THE AUTHOR

...view details