দিল্লি, 5 জুন : COVID-19 সংকটের জেরে কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানাল বিজ়নেস করেসপন্ডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া ( BCFI) ।
এই সংকটের সময় শিল্প প্রতিষ্ঠানগুলি কেন্দ্রীয় সরকারের কাছে আগামী ছ-মাস প্রত্যেক ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য জীবন ও স্বাস্থ্য বিমার দাবি জানিয়েছে । পাশাপাশি 2020-র এপ্রিল মাস থেকে প্রত্যেকের জন্য মাসে 5000 টাকা করে আর্থিক সাহায্যের আবেদন করেছে।
লকডাউন চলাকালীন ব্যবসায়িক প্রতিনিধিরা কীভাবে গ্রামীণ অঞ্চলে নগদ টাকা প্রদানের ক্ষেত্রে ভূমিকা পালন করেছিলেন তা নিয়ে ভার্চুয়াল গোলটেবিলে আলোচনা হয় । এই আলোচনায় উপস্থিত ছিল সাব-K, FIA গ্লোবাল, নেয়ারবাই, ফিনো পেয়েমেন্ট ব্যাঙ্ক, অক্সিজেন এবং SaGgraha ।
শিল্প সংস্থার হিসেবে, গ্রাহকদের সাহায্যের ক্ষেত্রে এই ব্যবসায়িক প্রতিনিধিরা খবুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । বিশেষ করে গ্রামীণ এলাকাগুলিতে, যেখানে ব্যাঙ্কিং পরিষেবা এখনও সেভাবে পৌঁছায়নি ।