কনৌজ, 10 জানুয়ারি : উত্তরপ্রদেশের কনৌজে জি টি রোডে বাস দুর্ঘটনায় মৃত্যু হল 10 জনের । গতকাল রাতে দোতলা এক বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষের পর আগুন লেগে যায় বাসটিতে । সেই সময় বাসে 50 জন যাত্রী ছিল বলে অনুমান করা হচ্ছে । আহত কমপক্ষে 20 জন । মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে ।
মৃতদের পরিবার পিছু 2 লাখ টাকা ও আহতদের পরিবার পিছু 50 হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।