পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কনৌজে বাস দুর্ঘটনায় মৃত 10, 2 লাখ ক্ষতিপূরণ ঘোষণা যোগী সরকারের - উত্তরপ্রদেশের কনৌজে জি টি রোডে বাস দুর্ঘটনা

গতকাল কনৌজে জি টি রোডে বাসে আগুন লাগে । মৃত্যু হয়েছে 10 জনের ।

যোগী
যোগী

By

Published : Jan 11, 2020, 9:41 AM IST

কনৌজ, 10 জানুয়ারি : উত্তরপ্রদেশের কনৌজে জি টি রোডে বাস দুর্ঘটনায় মৃত্যু হল 10 জনের । গতকাল রাতে দোতলা এক বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষের পর আগুন লেগে যায় বাসটিতে । সেই সময় বাসে 50 জন যাত্রী ছিল বলে অনুমান করা হচ্ছে । আহত কমপক্ষে 20 জন । মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে ।

মৃতদের পরিবার পিছু 2 লাখ টাকা ও আহতদের পরিবার পিছু 50 হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

গতকাল রাত সাড়ে 9 টা নাগাদ ঘিনোইয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে । বাসটি কনৌজের গুরসহাইগঞ্জ থেকে জয়পুরের দিকে যাচ্ছিল । দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলাশাসক ও অন্য আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন । শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও ।

গতকাল রাত থেকে আজ পর্যন্ত এই নিয়ে উত্তরপ্রদেশে তিনটি পথ দুর্ঘটনা ঘটেছে ।

ABOUT THE AUTHOR

...view details