পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিকানেরে বাস-লরির সংঘর্ষ, মৃত 14 - বিকানেরে বাস ও লরির সংঘর্ষ

রাজস্থানের বিকানেরে 11 নম্বর জাতীয় সড়কে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 14 । আহত 18 ।

পথ দুর্ঘটনা

By

Published : Nov 18, 2019, 9:34 AM IST

Updated : Nov 18, 2019, 11:09 AM IST

বিকানের (রাজস্থান), 18 নভেম্বর : বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 14 জনের । আহত 18 জন । তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন । দুর্ঘটনাটি রাজস্থানের বিকানেরের শ্রী দুঙ্গারগড় সংলগ্ন 11 নম্বর জাতীয় সড়কের ।

আজ সকালে বাসটি বিকানের থেকে জয়পুরের দিকে আসছিল । সেই সময় শ্রী দুঙ্গারগড় সংলগ্ন 11 নম্বর জাতীয় সড়কের কাছে উলটোদিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে । উলটে যায় বাসটি । বাসের সামনের অংশটিও দুমড়ে মুচড়ে যায় ।

দুর্ঘটনাস্থান থেকে বাস ও লরিটিকে সরানো হচ্ছে ।

এই দুর্ঘটনায় কয়েকজন যাত্রী বাসে আটকে যায় । তাদের উদ্ধারে স্থানীয়রা এগিয়ে আসে । কিন্তু দুর্ঘটনার পর বাসে আগুন লেগে যাওয়ায় উদ্ধারকাজে সমস্যা হয় । পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে উদ্ধারকাজে হাত লাগায় ।

পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে 10 জনের মৃত্যু দুর্ঘটনাস্থানেই হয়েছে । বাকি চারজন হাসপাতালে মারা গেছে । পুলিশের অনুমান, কুয়াশা ও বাসের বেশি গতি থাকায় দুর্ঘটনাটি ঘটেছে । দুর্ঘটনাস্থান থেকে বাস ও লরিটি সরানোর কাজ শুরু হয়েছে ।

Last Updated : Nov 18, 2019, 11:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details