দুর্গ, ২২ জানুয়ারি : এক যুবতি, তাঁর দু মাসের শিশুকন্যা এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তির আধপোড়া দেহ উদ্ধার। গতকাল সকালে ছত্তিশগড়ের দুর্গ জেলায় তিনটি দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে মৃত ওই যুবতির নাম মঞ্জু সূর্যবংশী ৷ বয়স ২৫ বছর। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মঞ্জু নামের ওই যুবতির একাধিক প্রণয়ঘটিত সম্পর্কে লিপ্ত ছিল। মৃত ওই যুবতির ফ্ল্যাটের দেওয়ালেও এ জাতীয় কথা লেখা ছিল বলেও জানান পুলিশ আধিকারিকরা।
ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মৃত মঞ্জু সূর্যবংশী ও অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মুখও আটকানো ছিল টেপ দিয়ে। মঞ্জু নামে ওই যুবতির হাত ও পা দড়ি দিয়ে বাঁধা ছিল বলেও জানা গিয়েছে।