পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আরেতে সবুজ-নিধন, নির্বাচনের আগেই BJP-শিবসেনা সম্পর্কে ফাটল ! - রাজ্য রাজনীতিতে BJP ও শিবসেনার মধ্যে দ্বন্দ্ব

আরে কলোনিতে তৈরি হবে মেট্রো শেড । তাই সেই এলাকায় একাধিক গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয় । এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামেন সমাজকর্মী ও পরিবেশপ্রেমীরা । গাছ কাটা রুখতে গেলে পরিবেশপ্রেমী ও সমাজকর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করে । এখনও পর্যন্ত 29 জন সমাজকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ।

ছবি

By

Published : Oct 5, 2019, 5:49 PM IST

Updated : Oct 5, 2019, 11:04 PM IST

মুম্বই, 5 অক্টোবর : মুম্বইয়ের আরে কলোনিতে গাছ কাটা ইশুতে মহারাষ্ট্রের রাজনীতি এখন তোলপাড় । গাছ কাটা রুখতে গেলে পরিবেশপ্রেমী ও সমাজকর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করে । এখনও পর্যন্ত 29 জন সমাজকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ।

আরে কলোনিতে তৈরি হবে মেট্রো শেড । তাই সেই এলাকায় একাধিক গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয় । এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামেন সমাজকর্মী ও পরিবেশপ্রেমীরা । প্রতিবাদে সরব হয় বলিউডের একাংশও । সোশাল মিডিয়ায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয় । গাছ কাটা রুখতে বম্বে হাইকোর্টে পিটিশনও দাখিল করা হয় । কিন্তু, উচ্চ আদালত সেই পিটিশন খারিজ করে দেয় । এরপর গতকাল রাত থেকে শুরু হয় বৃক্ষনিধন । কেটে ফেলা হয় একের পর এক গাছ । এর প্রতিবাদে পথে নামেন সমাজকর্মী ও পরিবেশপ্রেমীরা । তাঁদের উপর লাঠিচার্জ করে পুলিশ । গ্রেপ্তার করা হয় 29 জনকে ।

সূত্রের খবর, গ্রেটার মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (MCGM) - এর নিয়মানুযায়ী আদালতের নির্দেশ তাদের ওয়েবসাইটে পোস্ট করার 15 দিনের মধ্যে গাছ কাটা যেতে পারে । কিন্তু এক পরিবেশপ্রেমীর অভিযোগ, "আরেতে গাছ কাটা সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ 4 অক্টোবর সন্ধ্যায় MCGM-এর ওয়েবসাইটে পোস্ট করা হয় । আর সেই রাত থেকেই শুরু হয় গাছ কাটা । সপ্তাহান্তে উচ্চ আদালত বন্ধ । সামনে দশেরাও আছে । আমরা আদালতে চ্যালেঞ্জ করারও সুযোগ পেলাম না । আদালত খোলার আগেই দেখব সব গাছ কাটা হয়ে গেছে ।"

যদিও এই বক্তব্যকে গুরুত্ব দিতে রাজি নন মুম্বই মেট্রো রেল কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী ভিন্দে । তিনি বলেন, "মিথ্যা প্রচার শুরু হয়েছে । ওয়েবসাইটে নোটিশ আপলোডের 15 দিন পর গাছ কাটতে হবে এমন কোথাও বলা নেই । ভিত্তিহীন দাবি করা হচ্ছে । গাছ কাটা সংক্রান্ত অর্ডার ইশু হয়েছিল 13 সেপ্টেম্বর । অতএব 28 সেপ্টেম্বরেই 15 দিন পার হয়েছে । আমরা হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষা করছিলাম ।"

আরও পড়ুন : মুম্বইয়ের আরে কলোনিতে গাছ কাটার প্রতিবাদ, পুলিশের লাঠিচার্জ

গোটা বিষয়টি নিয়ে বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে BJP ও শিবসেনার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে । বৃহন্মুম্বই পৌরনিগম শিবসেনার দখলে । মেট্রো শেড প্রকল্পটি PPP মডেলের অন্তর্গত । এই প্রকল্পের বিরোধিতায় আন্দোলনে নেমেছে শিবসেনা । যারা আবার সরকারে BJP-র জোট-সঙ্গী । আসন্ন বিধানসভা নির্বাচনেও দুই দল জোট করে লড়বে । কিন্তু ভোটের আগে এই ইশুতে দু'দলের এই দ্বন্দ্ব রাজ্য রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

পরিস্থিতি আরও জটিল হয়েছে শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদিকে পুলিশ আটকানোয় । আজ সকালে আরে এলাকায় যাচ্ছিলেন প্রিয়াঙ্কা । তখন তাঁকে আটকায় পুলিশ । পরে তিনি টুইট করেন, "আমাকে জোর করে আটকে দেয় পুলিশ । আমি কিন্তু আইন ভাঙিনি । এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় । কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাও কিছু বলেনি । এটা অনুচিত ।"

এই বিষয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, "রাজ্যে আমাদের সরকার আসছে । আমাদের সরকার ক্ষমতায় এলে আরে ফরেস্টের 'খুনি'-দের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব ।"

এদিকে, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাওড়েকর বলেন, "হাইকোর্ট জানিয়েছে, আরে মোটেও বনাঞ্চল নয় । দিল্লির মেট্রো বর্তমানে বিশ্বের অন্যতম সেরা । কীভাবে এর উন্নয়ন হয়েছিল ? মেট্রো প্রকল্প যখন শুরু হয়েছিল, তখন 20-25টি গাছ কাটা পড়েছিল । তখনও প্রতিবাদ-প্রতিরোধ হয়েছিল । কিন্তু একটা গাছ কাটলে মেট্রো কর্তৃপক্ষ 5টি করে গাছ পোঁতে । বর্তমানে দিল্লিতে 271টি স্টেশন । বনাঞ্চলও বেশি । 30 লাখ মানুষ যাতায়াতের মাধ্যম হিসেবে মেট্রো ব্যবহার করেন । এটাই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মন্ত্র । দুটোই একসঙ্গে চলা দরকার ।"

Last Updated : Oct 5, 2019, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details