দিল্লি, ১ ফেব্রুয়ারি : অন্তর্বর্তী বাজেটে মধ্যবিত্ত, কৃষকদের জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। বাজেটের সমালোচনা করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, এটা নির্বাচনী বাজেট। আবার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম মোদি সরকারকে কটাক্ষ করে বলেন, এটা ভোট অন অ্যাকাউন্ট বাজেট ছিল না। এই বাজেট অ্যাকাউন্ট অফ ভোট।
এই বাজেট ভোটে প্রভাব ফেলবে : মনমোহন
অন্তর্বর্তী বাজেটের সমালোচনা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে করা হয়েছে ৫ লাখ টাকা। অংসগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য মাসে ৩ হাজার টাকা করে পেনশন দেওয়ার কথা বলা হয়েছে বাজেটে।
বাজেট শেষের পর প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে কৃষক এবং মধ্যবিত্তকে ছাড় দেওয়া হয়েছে নির্বাচনকে মাথায় রেখে। এই বাজেট ভোটে প্রভাব ফেলবে। আর মনমোহন সিং মন্ত্রিসভার অর্থমন্ত্রী বাজেট শেষের পর টুইটে কেন্দ্রকে আক্রমণ করেন। বলেন, রাজস্ব ঘাটতি কমানোর দিকে লক্ষ্য দেয়নি সরকার। তার জায়গায় ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করেছেন।