দিল্লি, 1 অগাস্ট : বিশ্বের অন্যতম সেরা সাইকেল আরোহী হওয়ার স্বপ্ন দেখে রিয়াজ় । নবম শ্রেণির ছাত্র । এইবার 'ইদি' উপহার একটি রেসিং বাই-সাইকেল । উপহার দিলেন রাষ্ট্রপতি নিজেই । রামনাথ কোভিন্দ চান রিয়াজ়ের স্বপ্ন পূরণ হোক ।
দিল্লির আনন্দ বিহারের সর্বোদয়া বাল বিদ্যালয়ের ছাত্র রিয়াজ় । বিহারের মধুবনী জেলার অধিবাসী । তাঁর পরিবার সেখানেই থাকে । বাবা-মা, দুই বোন এবং ভাইও রয়েছে পরিবারে । এইদিকে গাজ়িয়াবাদে ভাড়া বাড়িতে থাকে রিয়াজ় ।
তবে পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় । বাবাকে আর্থিকভাবে সাহায্য করতে চায় রিয়াজ় । ফাঁকা সময়ে গাজ়িয়াবাদে একটি হোটেলে বাসন ধোয়ার কাজ করে সে । তবে রিয়াজ়ের চোখে স্বপ্ন আছে । সাইকেল আরোহী হিসেবে খ্যাত হওয়ার স্বপ্ন রিয়াজ়ের ।
পড়াশোনা এবং কাজের পর সাইকেল চালানো অভ্যেস করে । পরিশ্রম করে । দিল্লি স্টেট সাইক্লিং চ্যাম্পিয়নশিপে 2017 সালে ব্রোঞ্জ় মেডেল জিতেছিল সে । গাজ়িয়াবাদের জেলা শাসক জানিয়েছেন, গুয়াহাটিতে স্কুলের খেলায়ও সে অংশ নিয়েছিল সে । জাতীয় স্তরে সে চতুর্থ হয়েছিল ।