শ্রীনগর, 20 জুন : পাকিস্তানের একটি ড্রোনকে গুলি করে নামাল BSF । জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় আজ ড্রোনটিকে গুলি করে নামানো হয় ।
অস্ত্র ভরতি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামাল BSF - jammu kasmir
অস্ত্র ভরতি একটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামাল BSF । জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার ঘটনা ।
ড্রোনটি থেকে একটি অ্যামেরিকান M 4 রাইফেল , দু'টি ম্যাগাজ়িন উদ্ধার হয়েছে । অনুমান করা হচ্ছে, কাশ্মীরে জঙ্গিদের অস্ত্র সরবরাহ করতেই ড্রোনটির ব্যবহার করেছিল সেদেশের সেনা । এই বিষয়ে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অস্ত্র ভরতি ড্রোনটি জঙ্গি আলি ভাইয়ের নামে আনা হয়েছিল । ব্লেড থেকে সেটি 8 ফুট প্রশস্ত ছিল ।
আজ ভোর 5টা 10 মিনিটে BSF জওয়ানরা টহল দেওয়ার সময় ওই ড্রোনটি দেখতে পান । ভারতীয় ভূ-খণ্ড থেকে 250 মিটার উচ্চতায় ড্রোনটি ঘোরাঘুরি করছিল । এরপরই 9 রাউন্ড গুলি চালিয়ে সেটিকে নামানো হয় । পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে জম্মু অঞ্চলের কাছে নিহত জইশ-ই-মহম্মদের জঙ্গিদের কাছ থেকে এই ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছিল । এক পুলিশ অফিসার জানান, "উপত্যকার শান্তি বিঘ্নিত করতেই পাকিস্তানি সেনারা নির্লজ্জের মতো ক্রমাগত জঙ্গিদের অস্ত্র দিয়ে মদত দিয়ে চলছে । এর আগেও ভারত-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল কুপওয়াড়া, রাজৌরি ও জম্মু সেক্টরেও একইভাবে অস্ত্র পাচার করতে যায় তারা । তখনও জওয়ানরা তাদের সেই চেষ্টাকে ব্যর্থ করে দেয় । "