পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নাশকতার সতর্কতা মেলার পরেই গুজরাত উপকূলে আটক পাকিস্তানের 5টি নৌকা - গুজরাত উপকূলে আটক পাকিস্তানের 5টি নৌকা

গতকাল রাত 10 টা 45 মিনিট নাগাদ গুজরাত উপকূলবর্তী এলাকা হারামি নুল্লাহ-এ পাকিস্তানের পাঁচটি নৌকা আটক করল সীমান্তরক্ষী বাহিনী (BSF) । সেগুলি থেকে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

ছবি সৌজন্যে : ANI

By

Published : Oct 12, 2019, 5:19 PM IST

গুজরাত, 12 অক্টোবর : গুজরাতের হারামি নুল্লাহ এলাকায় পাকিস্তানের পাঁচটি নৌকা আটক করল সীমান্তরক্ষী বাহিনী (BSF) । সাধারণত মাছ ধরার জন্য এই ধরনের নৌকা ব্যবহৃত হয় ৷ নৌকাগুলিতে কেউ ছিল না ৷ সেগুলি থেকে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

গতকাল রাত 10 টা 45 মিনিট নাগাদ গুজরাত উপকূলবর্তী এলাকা হারামি নুল্লাহ-এ তল্লাশি চালাচ্ছিল সীমান্তরক্ষী বাহিনী । সেসময়ই পাঁচটি পাকিস্তানি নৌকা চোখে পড়ে তাদের । নৌকাগুলিতে কেউ ছিল না বলে জানিয়েছে BSF । তবে এলাকায় তল্লাশি চলছে । শুরু হয়েছে তদন্ত ৷ কারা, কীভাবে ওই নৌকা নিয়ে ভারতের উপকূলে ঢুকেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে । এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ।

29 অগাস্ট গুজরাতের কছ এলাকায় পাকিস্তানি কমান্ডোরা মাছ ধরার ছোটো নৌকায় চেপে ঢুকতে পারে বলে গোয়েন্দা সূত্রে খবর ছিল ৷ সেই খবর পাওয়ার পর গুজরাতের কান্দলা বন্দরে নিরাপত্তা জোরদার করা হয় । পাকিস্তানের কমান্ডোরা জলপথে ভারতে ঢুকে গুজরাতে নাশকতামূলক কাজ করতে পারে বলে জানিয়েছিল গোয়েন্দারা । তাই স্থানীয় পুলিশ, BSF ও উপকূলরক্ষী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় । এরপর গতকাল ওই পাঁচটি নৌকা ভারতের উপকূলে দেখতে পাওয়া যায় ।

ABOUT THE AUTHOR

...view details