দিল্লি, 10 জুন : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক 35 বছর বয়সি BSF জওয়ানের ৷ এই নিয়ে কোরোনায় আক্রান্ত হয়ে তৃতীয় মৃত্যু হল BSF-এ ৷ আধা সামরিক বাহিনীতে বা সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF)-র মধ্যে এই নিয়ে 14জন কোরোনায় মারা গেলেন ৷
BSF-র মুখপাত্র বলেন, "9 জুন দিল্লির AIIMS-এ এক BSF কনস্টেবলের মৃত্যু হয় ৷ আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁকে দিল্লি পুলিশের সঙ্গে মোতায়েন করা হয়েছিল ৷ 5 জুন কাশি ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে ৷"