পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যা BSF জওয়ানের - Chhattisgarh

ছত্তিশগড়ের ধুর এলাকায় সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যা করলেন BSF-এর এক জওয়ান।

Bsf jawan commits suicide in chhattisgarh
Bsf jawan commits suicide in chhattisgarh

By

Published : Jun 6, 2020, 5:04 PM IST

কানকের, 6 জুন : সার্ভিস রাইফেল দিয়েBSF-এর এক জওয়ানের আত্মহত্যা। ছত্তিশগড়ের ধুর এলাকার ঘটনা। 157 ব্যাটেলিয়ানের সদস্য ছিলেন ওই জওয়ান। মৃতের নাম সুরেশ কুমার।

জানা গিয়েছে, শনিবার সহকর্মীদের সঙ্গে এক তল্লাশি অভিযানে যান সুরেশ কুমার। তল্লাশি শেষে ক্যাম্পে ফিরে আসেন তিনি। রবিবার সকালে ক্যাম্প থেকে মাত্র 100 মিটার দূরে নিজের সার্ভিস রাইফেল চালিয়ে আত্মহত্যা করেন ওই জওয়ান।

বন্দুকের আওয়াজ পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় তাঁর সহকর্মীরা । দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় । ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details