পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইন্দো-পাকিস্তান সীমান্ত পরিদর্শন BSF-র ডিরেক্টর জেনেরালের

ইন্দো-পাকিস্তান সীমান্তের নিকটবর্তী হারামি নালা ক্রিক অঞ্চল পেট্রোলিং করলেন BSF-র DG। পেট্রোলিঙের সময় সীমান্তে কর্তব্যরত জওয়ানদের সঙ্গে তিনি কথা বলেন ।

Photo courtesy by ANI
ছবি সৌজন্যে ANI

By

Published : Jun 15, 2020, 1:31 PM IST

ভুজ (গুজরাত), 14 জুন : সীমান্তরক্ষী বাহিনীর ডিরেক্টর জেনেরাল এস এস দেসওয়াল এবং সীমান্তরক্ষী বাহিনীর অন্য অধিকর্তারা পরিদর্শন করলেন হারামি নালা ক্রিক অঞ্চল। ইন্দো-পাকিস্তান সীমান্তের নিকটবর্তী গুজরাতে অবস্থিত এই অঞ্চল ।

শুক্রবার ও শনিবার তাঁরা এলাকা পরিদর্শন করেন । পরিদর্শনের সময় DG BSF জওয়ানদের সঙ্গে সীমান্ত সম্পর্কে কথাবার্তা বলেন । জওয়ানদের কাজের প্রতি উৎসাহ ও নিষ্ঠার প্রশংসাও করেন ।

এদিন সাংবাদিক বৈঠকে DG BSF বলেন, "আন্তর্জাতিক সীমান্তে BSF জওয়ানরা কাজ করছেন । কাজের প্রতি তাঁদের উৎসাহ, উৎসর্গ ও প্রবল নিষ্ঠার জন্য যে কোনও সময় জরুরি পরিস্থিতিতে প্রস্তুত । আমরা প্রতিনিয়ত সীমান্তরক্ষী বাহিনীর উন্নয়নে সহযোগিতা করছি । উন্নত প্রযুক্তি ও পরিকাঠামো দ্বারা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details