পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জেটলিদের ১৮০০ কোটি ঘুষ দিয়েছেন ইয়েদুরাপ্পা ! অভিযোগ ওড়াল BJP - sujewala

1800 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ইয়েদুরাপ্পার বিরুদ্ধে, তালিকায় নাম রয়েছে অরুণ জেটলির।

ইয়েদুরাপ্পা

By

Published : Mar 22, 2019, 5:32 PM IST

দিল্লি, 22 মার্চ : কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বিরুদ্ধে 1800 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, তিনি BJP-র একাধিক শীর্ষ নেতাকে মোটা টাকার ঘুষ দিয়েছেন। একটি পত্রিকায় আজ এই তথ্য প্রকাশিত হয়েছে। "দা ইয়েদ্দি ডায়েরিজ়" নামে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। 2009 সালে ইয়েদুরাপ্পার হাতে লেখা ওই ডায়েরিতে ঘুষের সমস্ত তথ্য রয়েছে বলে অভিযোগ। 2017 থেকে এটি আয়কর বিভাগের কাছে রয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে ওই টাকা থেকে যারা সর্বাধিক সুবিধা পেয়েছেন তাদের মধ্যে অরুণ জেটলি অন্যতম।

এই বিষয়ে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, "প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিচুতলার সমস্ত BJP নেতাদের বিরুদ্ধে তদন্ত করার প্রয়োজনীয়তা রয়েছে। নবনিযুক্ত লোকপাল এই মামলার তদন্ত করুক।" তিনি আরও বলেন, "এখন প্রধানমন্ত্রীর কোর্টে বল রয়েছে। তাঁর এখন সিদ্ধান্ত নেওয়া উচিত যে চৌকিদার চোর হ্যায় না চৌকিদার জাঁচ কে লিয়ে তৈয়ার হ্যায়।" এই বিষয়ে তদন্তের দাবিও জানিয়েছে কংগ্রেস।

অন্যদিকে ইয়েদুরাপ্পা বলেন, "আমি মানহানি মামলা করার কথা ভাবছি। এগুলি সব মিথ্যা অভিযোগ। আয়কর দপ্তরের আধিকারিকরা এর তদন্ত করে দেখেছেন যে সমস্ত তথ্য এবং সই জাল করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য সাধনে এই কাজ করা হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details