পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ, ধৃত দুই দাদা - Crime

হায়দরাবাদে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ করল দুই দাদা

প্রতিকী ছবি

By

Published : Jul 5, 2019, 10:58 AM IST

হায়দরাবাদ, 5 জুলাই : চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ করার দায়ে দুই দাদাকে গ্রেপ্তার করল পুলিশ । ঘটনাটি হায়দরাবাদের রাজেন্দ্রনগর ঘটে । ঘটনাটি তিনদিন আগে ঘটলেও বুধবার রাতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় । এই বিষয়ে তদন্ত শুরু করে গতকাল 18 ও 20 বছরের দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দাদারা মিস্টির লোভ দেখিয়ে তাদের বাড়ির ছাদে নিয়ে যায় চার বছরের শিশুকন্যাটিকে । সেখানে এই ঘটনাটি ঘটায় তারা ।

হায়দরাবাদের অদূরেই ওয়ারাঙ্গালে নয় মাসের এক শিশুর ধর্ষণ ঘিরে ইতিমধ্যেই বিক্ষোভ প্রদর্শন চলছে । একই ঘটনায় উত্তাল জয়পুরও । এরকম একটি সময়ে আরও একটি নাবালিকা ধর্ষণের ঘটনা সামনে এল তেলেঙ্গনা রাজ্যে ।

ABOUT THE AUTHOR

...view details