হায়দরাবাদ, 5 অক্টোবর: 17 নভেম্বর অনুষ্ঠিত হবে BRICS-এর শীর্ষ সম্মেলন । ওই দিন সদস্য দেশগুলি একাধিক নতুন নীতি গ্রহণ করবে ।
17 নভেম্বর হবে BRICS শীর্ষ সম্মেলন - virtual summit
নভেম্বরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে BRICS শীর্ষ সম্মেলন । এবারের অনুষ্ঠানটি ভার্চুয়ালি হবে ।
Aa
BRICS-এর 12 তম শীর্ষ সম্মেলনের এবারের থিম বিশ্ব স্থায়িত্ব ও উদ্ভাবনী বৃদ্ধি । শীর্ষ সম্মেলনের লক্ষ্য- সদস্য দেশগুলির মধ্যে বহুমুখী সহযোগিতা বাড়ানো । এছাড়াও জীবনের মানের উন্নতিতে অবদান রাখা ।
2020-তে সংঘাত-সংঘর্ষে জড়িত থাকা সত্ত্বেও পাঁচটি সদস্য দেশই নিজেদের মধ্যে প্রধান তিনটি স্তম্ভ তথা শান্তি-সুরক্ষা, অর্থনীতি-অর্থ, সাংস্কৃতিক বিষয়ে আদান-প্রদানের জন্য ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারিত্ব অক্ষুন্ন রেখেছে ।