পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দূষণ রোধে পথ দেখাচ্ছে হিমাচলপ্রদেশের বারু সাহিব - reuse of Plastic waste

প্রথমে পলিথিন ও প্লাস্টিক আলাদা করা হয় ৷ পরে সেগুলি গলিয়ে তৈরি করা হয় ইট, টাইলস ৷ এই ইট ও টাইলসকে সংশ্লিষ্ট পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন জায়গায় রাস্তা, ফুটপাত তৈরির কাজে লাগানো হয় ৷ এছাড়া অন্যান্য বর্জ্য দিয়ে বানানো হয় পেপার ব্যাগ, ফাইল কভার ইত্যাদি ৷ বারু সাহিব আগামী প্রজন্মকে পথ দেখিয়েছে ৷ প্লাস্টিক বর্জ্য থেকে অন্যান্য সামগ্রী তৈরি ও ব্যবহার করে নজির গড়েছে ৷

Bricks and tiles made from plastic at Baru Sahib in  Sirmaur district of Himachal Pradesh
বারু সাহিব

By

Published : Dec 17, 2019, 7:10 AM IST

নাহান, 17 ডিসেম্বর : ক্রমবর্ধমান প্লাস্টিক দূষণ কপালে ভাঁজ ফেলেছে হিমাচলপ্রদেশের বাসিন্দাদের ৷ সম্প্রতি কয়েকটি সংস্থা রাজ্যকে প্লাস্টিক মুক্ত করতে সামনে এগিয়ে এসেছে ৷ সিরমৌর জেলার লানাভালতা পঞ্চায়েতের অন্তর্গত বারু সাহিবে এমনই একটি প্রচেষ্টা চালানো হয়েছে ৷

বারু সাহেবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অধীনে কলগিধর ট্রাস্টের পক্ষ থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের ব্যবস্থা করা হয় ৷ নিকটবর্তী সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে কয়েকটি গাড়ি করে বর্জ্য সংগ্রহ করা হয় ৷ বারু সাহিবে নিয়ে আসার পর প্রথমে পলিথিন ও প্লাস্টিক আলাদা করা হয় ৷ পরে সেগুলি গলিয়ে তৈরি করা হয় ইট, টাইলস ৷ এই ইট ও টাইলসকে সংশ্লিষ্ট পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন জায়গায় রাস্তা, ফুটপাত তৈরির কাজে লাগানো হয় ৷ এছাড়া অন্যান্য বর্জ্য দিয়ে বানানো হয় পেপার ব্যাগ, ফাইল কভার ইত্যাদি ৷ বারু সাহিবের কারখানায় সুন্দর সুন্দর ফুলদানি তৈরি করা হয় প্লাস্টিকের বোতল দিয়ে ৷ প্লাস্টিকমুক্ত অভিযানে গ্রামবাসীরা সক্রিয়ভাবে যুক্ত ৷

প্লাস্টিক বর্জ্য থেকে বারু সাহিবে তৈরি করা হচ্ছে তৈরি করা হচ্ছে ইট, টাইলস

লানাভালতা পঞ্চায়েতের প্রধান রুপিন্দর কউর বলেন, "নানাভাবে প্লাস্টিক ও পলিথিন বারু সাহিবে ব্যবহার করা হয় ৷ " তিনি সেইসঙ্গে প্রধানমন্ত্রীর প্লাস্টিক মুক্ত দেশ গড়ার পক্ষ্যে প্রচার অভিযানের প্রশংসা করেছেন ৷

এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, পঞ্চায়েত এলাকার সমস্ত প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য প্রথমে বারু সাহিবে পাঠানো হয় ৷ উৎপন্ন সামগ্রী পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ব্যবহার করা হয় ৷ তিনি আরও জানান, গ্রামবাসীরা প্রধানমন্ত্রীর স্বপ্নকে সত্যি করে দেখাতে চান ৷

দেখুন ভিডিয়ো...

বারু সাহিব আগামী প্রজন্মকে পথ দেখিয়েছে ৷ প্লাস্টিক বর্জ্য থেকে অন্যান্য সামগ্রী তৈরি ও ব্যবহার করে নজির গড়েছে ৷ উল্লেখ্য, প্লাস্টিকমুক্ত দেশ গড়ার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ 2 অক্টোবর থেকে দেশজুড়ে নিষিদ্ধ হয়েছে সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের ব্যাগ, কাপ এবং স্ট্র ৷ লক্ষ্য 2022 সালের মধ্যে দেশকে প্লাস্টিক মুক্ত করা ৷ এই লক্ষ্যপূরণে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক সচেতনতা অভিযান চালানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details