দিল্লি, 8 এপ্রিল: ভারতের থেকে হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ চেয়েছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও । সেই সময় তাঁর গলায় ছিল প্রচ্ছন্ন হুমকির সুর । এবার সেই ওষুধ চাইলেন ব্রাজ়িলের প্রেসিডেন্টও । তবে তিনি চাইলেন একটু অন্যভাবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি তো লিখলেনই, মনে করালেন হনুমানের সঞ্জীবনী বুটি নিয়ে আসার কথাও ।
কয়েকদিন আগেই বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট বলসোনারো । কীভাবে কোরোনার মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা করেছিলেন। এবার হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধটি চেয়ে নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন তিনি । চিঠিতে রামায়ণের উল্লেখ করে লিখেছেন, "ঠিক হনুমান যেমন রামের ভাই লক্ষ্মণের জীবন বাঁচাতে হিমালয় থেকে ওষুধ নিয়ে এসেছিলেন, জিশু যেমন অসুস্থদের সুস্থ করেছিলেন এবং বার্তমেয়র দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন, ঠিক একইভাবে ভারত এবং ব্রাজ়িল একসঙ্গে এই বিশ্বব্যাপী সংকট কাটিয়ে উঠবে। "