পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ব্রহ্মসের নতুন সংস্করণের সফল পরীক্ষা ভারতের

ব্রহ্মসের নতুন সংস্করণের উৎক্ষেপণের সফল পরীক্ষা করল ভারত । আজ সকাল 10টা 20 মিনিটে ওড়িশার বালাসোর জেলার চাঁদিপুরের ক্ষেপণাস্ত্র পরীক্ষণ কেন্দ্রে পরীক্ষাটি করা হয় ।

ব্রহ্মসের নতুন সংস্করণের সফল পরীক্ষা ভারতের

By

Published : Sep 30, 2019, 5:53 PM IST

চাঁদিপুর, 30 সেপ্টেম্বর : সুপারসনিক ব্রহ্মসের নতুন সংস্করণের উৎক্ষেপণের সফল পরীক্ষা করল ভারত । আজ সকাল 10টা 20 মিনিটে ওড়িশার বালাসোর জেলার চাঁদিপুরের ক্ষেপণাস্ত্র পরীক্ষণ কেন্দ্রে পরীক্ষাটি করা হয় । ভূমিতে 290 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনও লক্ষ্যবস্তুকে খতম করতে সক্ষম হবে নতুন এই ব্রহ্মস । DRDO-এর (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন) তরফে আজ এই কথা জানানো হয় । নতুন মিজ়াইলটি ভূমির পাশাপাশি যে কোনও যুদ্ধ জাহাজ থেকেও উৎক্ষেপণ করা যাবে বলা জানা গেছে ।

আজকে পরীক্ষা হওয়া ব্রহ্মসের নতুন সংস্করণের অনেকগুলি যন্ত্রাংশ ভারতীয় প্রযুক্তি ব্যবহারে তৈরি করা হয়েছে । মিজ়াইলে থাকা প্রপালশন ব্যবস্থা, এয়ারফ্রেম, শক্তি সঞ্চারের ব্যবস্থার ক্ষেত্রে দেশি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ।

ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই ক্রুজ় মিজ়াইল । ব্রহ্মস মিজ়াইলের নাম ভারতের ব্রহ্মপুত্র নদী আর রাশিয়ার মস্কবা নদীর নামে রাখা হয়েছিল । ব্রহ্মস প্রতি ঘণ্টায় 3700 কিলোমিটার বেগে ছুটে গিয়ে আঘাত হানে লক্ষ্যবস্তুতে । এই ক্ষেপণাস্ত্রের নিশানাও নিখুঁত । পরীক্ষা-নিরীক্ষার পর 2017 সালে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া যুদ্ধবিমান এবং ডুবোজাহাজ থেকে ছোড়া যায় এমন ব্রহ্মস । আজকের সফল উৎক্ষেপণের ফলে উপমহাদেশে ভারত একমাত্র দেশ হিসাবে জল, স্থল আর বায়ু এই তিন জায়গা থেকে নিশানা সাধতে পারা মিজ়াইলের অধিকারী হল ভারত ।

ABOUT THE AUTHOR

...view details