পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভূষণ স্টিলের বিরুদ্ধে 3800 কোটি টাকার জালিয়াতির অভিযোগ PNB-র

3800 কোটি টাকার ঋণ জালিয়াতি । ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ আনল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB ) ।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক- ফাইল চিত্র

By

Published : Jul 7, 2019, 10:32 AM IST

Updated : Jul 7, 2019, 11:04 AM IST

দিল্লি, 7 জুলাই : 3800 কোটি টাকার জালিয়াতি । ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিলের বিরুদ্ধে এই অভিযোগ আনল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB ) ।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI তদন্তের পর FIR দায়ের করা হয়েছিল এই সংস্থা ও সংস্থার অধিকর্তাদের বিরুদ্ধে । তহবিল নয়ছয়ের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে, জানিয়েছে PNB ।

ব্যাঙ্ক সূত্রে খবর, শনিবারই PNB-র তরফে 3805 কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এই সংস্থার অ্যাকাউন্ট ছিল ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কে (RBI) ।

ব্যাঙ্কিং সিস্টেম থেকে তহবিল এদিক-ওদিক করা হয়েছে, সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে । ফরেনসিক অডিটের মাধ্যমে এই অভিযোগ প্রকাশ্যে এসেছে । সহযোগী কনসর্টিয়াম লেন্ডার ব্যাঙ্ক থেকে তহবিলের পরিমাণ বাড়াতে ব্যাঙ্কের অর্থ নয়ছয় করা, অ্যাকাউন্টের নথি বদল করার অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে ।

আরও পড়ুন: লোকসভা ভোটে EVM ও VVPAT-এর খরচ 5 হাজার কোটি !

ভূষণ স্টিল অ্যান্ড পাওয়ারের কাছে 2099 কোটি টাকা বকেয়া রয়েছে ব্যাঙ্ক অফ বরোদারও । দেশের যে 12টি সংস্থার সব থেকে বেশি ঋণ অপরিশোধিত রয়েছে এবং ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক যে অ্যাকাউন্টগুলিকে ন্যাশনাল কম্পানি ল’ ট্রাইব্যুনালের কাছে পাঠাতে বলেছে সেগুলির মধ্যে অন্যতম হল এই সংস্থা ।

2017 সালে এই অ্যাকাউন্টকে দেউলিয়া আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তার আগে 2016-র মাঝামাঝি এই সংস্থাকে রিজ়ার্ভ ব্যাঙ্কের তালিকাভুক্ত করা হয় ।

Last Updated : Jul 7, 2019, 11:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details