ভোপাল, 29 জুন: প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল গান্ধি বলেছিলেন, "বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে চিন ভারতের কিছু অংশ দখল করেছে । এর সত্যতা জানাক প্রধানমন্ত্রী ।" এছাড়া সীমান্তে জওয়ানদের শহিদ হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি প্রশ্ন করেছিলেন, "আমাদের বীর জওয়ানদের বিনা অস্ত্রে সীমান্তে কেনই বা পাঠানো হয়েছিল? " এবার সেই প্রসঙ্গ টেনে রাহুল গান্ধিকে নাম না করে আক্রমণ করলেন BJP সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর ৷ কটাক্ষ করে তিনি বলেন , "বিদেশিনী মায়ের ছেলে কখনই দেশপ্রেমী হতে পারেন না ৷ "
"একমাত্র দেশমাতৃকার ছেলেই পারে দেশকে রক্ষা করতে " । চাণক্যের এই উদ্ধৃতির উল্লেখ করে তিনি বলেন, "একজন বিদেশিনী মায়ের ছেলে কখনই দেশপ্রমী হতে পারে না ৷ " তিনি আরও বলেন, একসঙ্গে কেউ যদি দুই দেশের নাগরিক হন তাহলে তিনি কখনই দেশপ্রমিক হবেন না ৷