পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উদ্বেগ বাড়িয়ে LAC-র নিকটবর্তী বিমানঘাঁটিতে যুদ্ধবিমান মোতায়েন চিনের

ফের চিন্তা বাড়াচ্ছে ভারত-চিন সীমান্ত । লাইন অফ কন্ট্রোলের 130 কিলোমিটার দূরে চিনা হোতান বিমানঘাঁটিতে মোতায়েন করা হয়েছে J-20 যুদ্ধবিমান । উপগ্রহ চিত্রে এই ছবি ধরা পড়েছে।

china-deploys-stealth-j-20-fighters
হোতান এয়ারবেসে যু্দ্ধ বিমান মোতায়েন

By

Published : Aug 18, 2020, 6:16 PM IST

Updated : Aug 18, 2020, 7:11 PM IST

দিল্লি, 18 অগাস্ট : ফের ইন্দো-চিন সীমান্তে শক্তি বাড়াচ্ছে ড্রাগনের দেশ । একটি স্ট্যাটেলাইট চিত্রে দেখা গেছে, হোতান বিমানঘাঁটিতে দু'টি J-20 যুদ্ধবিমান মোতায়েন করেছে চিন । এই বিমানঘাঁটিটি ভারত-চিনের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের সবথেকে কাছে অবস্থিত । মাত্র 130 কিলোমিটার দূরত্বে ।

PLA-র ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের (WTC) তরফে জানানো হয়েছে, ওই বিমানঘাঁটিতে আগেই J-10 ও J-11 যুদ্ধবিমান মোতায়েন ছিল । এবার সেখানে J-8 ও J-16sও মোতায়েন করা হল । এর পরেই ভারতও লেহ এয়ারপোর্টে সুখোই-30, মিগ-29K, C-17, P8 যুদ্ধবিমান মোতায়েন করে ।

J-20 হল বিশ্বের তৃতীয় শক্তিশালী যুদ্ধবিমান । এর আগে রয়েছে অ্যামেরিকার F-22A র্যাপ্টর এবং F-35 জয়েন্ট স্ট্রাইক । সম্প্রতি চিন J-20-র আধুনিকীকরণে জোর দিয়েছে । অত্যাধুনিক এই J-20-র নাম দেওয়া হয়েছে J-20B ।

15 জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন । এরপর থেকেই দফায় দফায় অশান্তির সৃষ্টি হয় ভারত-চিন সীমান্তে । সম্প্রতি দুই দেশের সেনা আধিকারিকদের বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয় । গালওয়ান থেকে সেনা সরিয়ে নেয় লাল সেনা । তবে মঙ্গলবার হোতানের উপগ্রহ চিত্রটি সামনে আসার পর ফের একবাবর উদ্বেগ বাড়ছে সীমান্তে ।

Last Updated : Aug 18, 2020, 7:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details