পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হরিয়ানায় ট্রাকের পিছনে বোলেরোর ধাক্কা, মৃত ৪ - rajasthan

হরিয়ানায় ট্রাকের পিছনে বোলেরোর ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

দুর্ঘটনা

By

Published : Apr 17, 2019, 12:44 PM IST

ফতেহাবাদ (হরিয়ানা), 17 এপ্রিল : ট্রাকের পিছনে বোলেরোর ধাক্কা। দুর্ঘটনায় বোলেরোর চার যাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের নাম দীপক গোস্বামী, বসন্ত গোস্বামী, দুষ্মন্ত গোস্বামী এবং শ্রী চন্দ। মৃতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও চারজন। তাঁদের ফতেহাবাদ হাসপাতালে ভরতি করা হয়েছে। রাত আড়াইটে নাগাদ ফতেহাবাদের কাছে হরিয়াপুরে গ্রামে বোলেরোটি ট্রাকের পিছনে ধাক্কা মারে।

মধ্যরাতে রাজস্থানের একটি বিয়েবাড়ি থেকে গোস্বামী পরিবার বোলেরো করে যোধকায় নিজেদের বাড়ি ফিরছিল। রাত আড়াইটে নাগাদ রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে বোলেরোটি। ঘটনাস্থানেই দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। চারজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ফতেহাবাদ সদর থানার পুলিশ। আহতদের প্রথমে ফতেহাবাদ হাসপাতালে ভরতি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের অগ্রোহা মেডিকেল কলেজে রেফার করা হয়।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে ফতেহাবাদ সদর থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details