দিল্লি, 28 জানুয়ারি : এবার ভারতীয় বায়ুসেনার সঙ্গে ব্য়বসায়িক স্তরে এফ15ইএক্স যুদ্ধবিমান নিয়ে আলোচনা করতে পারবে বোয়িং ৷ অ্য়ামেরিকার এই সংস্থা মার্কিন সরকারের কাছ থেকে এ নিয়ে ছাড়পত্র পেয়েছে ৷ বৃহস্পতিবার সংস্থার এক সিনিয়র এগজ়িকিউটিভ এই তথ্য় জানিয়েছেন ৷
মার্কিন সংস্থার তৈরি এফ15ইএক্স যুদ্ধবিমান ফ্রান্সের রাফাল এবং সুইডেনের গ্রিপেন সহ অন্য়ান্য় দেশের সামরিক বিমান প্রস্তুতকারী সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় ছিল ৷ যারা ভারতকে তাদের থেকে যুদ্ধবিমান কেনার জন্য় রাজি করাতে পারেন ৷ যদিও ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান ইতিমধ্য়ে ভারতীয় বায়ুসেনার অংশ হিসেবে যুক্ত হয়েছে ৷ তবে, এবার সেই তালিকায় এফ15ইএক্স যুদ্ধবিমানও যুক্ত হতে পারে ৷ প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনা তাদের সোভিয়েত যুগের যুদ্ধবিমান বদলে 114টি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় রয়েছে ৷