ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অ্যাম্বুলেন্স আসতে দেরি, 2 ঘণ্টা রাস্তাতেই পড়ে কোরোনায় মৃতের দেহ - অ্যাম্বুলেন্স আসতে দেরি করায় ব্যাঙ্গালুরুতে মৃত কোরোনা রোগী

অ্যাম্বুলেন্স আসতে দেরি করায় বেঙ্গালুরুর রাস্তায় 2 ঘণ্টা পড়ে রইল কোরোনায় মৃত ব্যক্তি ৷ গতকাল বাড়িতেই তাঁর মৃত্যু হয় ৷

Corona patient lay on the road
রাস্তাতে পড়ে কোরোনায় মৃত ব্যক্তি
author img

By

Published : Jul 4, 2020, 12:40 PM IST

বেঙ্গালুরু, 4 জুলাই : অ্যাম্বুলেন্স আসতে দেরি করায় দু'ঘণ্টা বাড়ির বাইরেই কোরোনায় মৃত ব্যক্তিকে নিয়ে অপেক্ষা করল পরিবার ৷ গতকাল বাড়িতেই মৃত্যু হয় ওই কোরোনা রোগীর ৷ বয়স হয়েছিল 55 বছর ৷

মৃতের স্ত্রী জানান, কয়েকদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন ওই ব্যক্তি ৷ তাই বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল ৷ পরে তাঁর রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে ৷ পাশাপাশি শারীরিক অবস্থারও অবনতি হয় ৷ তাই গতকাল হাসপাতালে ফোন করেন ওই কোরোনা রোগীর স্ত্রী এবং অ্যাম্বুলেন্স পাঠাতে বলেন ৷

অ্যাম্বুলেন্স আসতে দেরি করায় ওই কোরোনা রোগীর সদস্যরা সিদ্ধান্ত নেন, অটোয় করে তাঁকে হাসপাতালে নিয়ে যাবেন ৷ কিন্তু বাড়ি থেকে বের হতেই দরজার সামনে পড়ে যান ওই কোরোনা রোগী ৷ সেখানেই মৃত্যু হয় তাঁর ৷ তারপর দু'ঘণ্টা পর অ্যাম্বুলেন্স আসে ৷

এই ঘটনায় কর্নাটকের কোরোনা সংকট মোকাবিলার দায়িত্বে থাকা মন্ত্রী আর অশোক বলেন, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷

গতকাল বেঙ্গালুরুতে নতুন করে 994 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ এখনও পর্যন্ত বেঙ্গালুরুতে কোরোনা আক্রান্তের সংখ্যা 7 হাজার 173 ৷ সক্রিয় সংক্রমণের সংখ্যা 6 হাজার 297 ৷ মৃত্যু হয়েছে 106 জনের ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details