দিল্লি, 2 জুলাই : এবার থেকে কোরোনায় মৃত ব্যক্তিদের দেহ সৎকার করতে পারবেন পরিবারের সদস্যরাই । কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশিকায় আজ জানানো হয়, ল্যাবরেটরির রিপোর্টের অপেক্ষা না করেই কোরোনায় মৃতদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া যাবে । তবে দেহ সৎকার করতে হবে সরকারি নির্দেশিকা মেনেই ।
ল্যাবরেটরির রিপোর্ট না পাওয়ায় কোরোনা সন্দেহে মৃত বহু ব্যক্তির দেহ তার পরিজনদের হাতে তুলে না দেওয়ার ঘটনায় আলোকপাত করে স্বাস্থ্য মন্ত্রকের তরফে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠানো হয় । চিঠিতে স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর জেনেরাল (DGHS) রাজীব গর্গ বলেন, "ল্যাবরেটরির রিপোর্টের অপেক্ষা না করেই কোরোনা সন্দেহে মৃত ব্যক্তির দেহ দ্রুত পরিবারের হাতে তুলে দিতে হবে । "