পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে কার্পেট কারখানায় বিস্ফোরণে মৃত ১০ - 10 dead

উত্তরপ্রদেশের ভাদোহি জেলায় কার্পেট কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মৃতদের মধ্যে বেশিরভাগজনের বাড়ি পশ্চিমবঙ্গের মালদায়।  কারখানা মালিক আখতার আলি ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে।

ছবিটি প্রতীকী

By

Published : Feb 23, 2019, 5:33 PM IST

ভাদোহি, ২৩ ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশের ভাদোহি জেলায় কার্পেট কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। আজ দুপুরে কারখানায় কাজ চলাকালীন বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মৃতদের মধ্যে বেশিরভাগজনের বাড়ি পশ্চিমবঙ্গের মালদায়। কারখানা মালিক আখতার আলি ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে কারখানায় বেআইনিভাবে বাজি প্রস্তুত করা হত। কারখানার মধ্যে রাখা বাজি ফেটেই এই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে অনুমান। বিস্ফোরণটি এতটাই জোরালো ছিল যে, দোতলা বাড়ির পুরোটাই ভেঙে পড়ে। আশপাশের আরও তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আশেপাশের বহু বাড়িতেও ফাটল ধরে।

বারাণসীর ADG পি ভি রাম শাস্ত্রী জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থানে ফরেনসিক বিষেশজ্ঞ দল পৌঁছেছে। ন্যশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্স (NDRF) পৌঁছেছে সেখানে।

ABOUT THE AUTHOR

...view details