দিল্লি, 14 এপ্রিল : 9 এপ্রিল কর্নাটকের চিত্রদুর্গে একটি নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদি। সভাস্থানে যোগ দিতে গেছিলেন হেলিকপ্টারে করে। সোশাল মিডিয়াতে ভাইরাল হওয়া এক ভিডিয়োর পরিপ্রেক্ষিতে আজ কংগ্রেস অভিযোগ করে যে একটি কালো ট্রাঙ্ক মোদির হেলিকপ্টার থেকে নামানো হয়েছিল সেই দিন। কংগ্রেসের পক্ষে আনন্দ শর্মা অভিযোগ করেন যে কালো ট্রাঙ্কটি হেলিকপ্টার থেকে নামিয়ে যে গাড়িতে তোলা হয়েছিল তা SPG-র ছিল না। পাশাপাশি ট্রাঙ্কে টাকা ছিল কি না সেই প্রশ্নও তোলেন তিনি। তিনি বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন।
আনন্দ শর্মা বলেন, "প্রধানমন্ত্রীর হেলিকপ্টারের প্রহরী হিসেবে আরও তিনটি হেলিকপ্টার সেদিন চিত্রদুর্গে গেছিল। হেলিকপ্টারগুলো নামার পরে একটি কালো ট্রাঙ্ক নিয়ে গিয়ে তোলা হয় একটি প্রাইভেট গাড়িতে। সেই গাড়িটি প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা SPG-র ছিল না।" তিনি জানান, এই বিষয়টি নিয়ে কর্নাটক কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে।