দিল্লি, 28 জুন : গালওয়ান নদীর তীরে দেখা গেল কালো ছাউনি ৷ 16 টি চিনা ক্যাম্প ৷ ছবি ধরা পড়ল স্যাটেলাইটে ৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে ৷ এই স্যাটেলাইট ছবির থেকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পাশে চিনের উপস্থিতি ভালোভাবে অনুভব করা সম্ভব ৷
জানা গেছে, চিনের পিপলস লিবারেশন আর্মির সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার মাত্র 9 কিলোমিটারের মধ্যেই প্রায় 16 টি ছাউনি করে রয়েছে ৷ এই ছবি থেকেই স্পষ্ট , চিন ওই এলাকা পুরোপুরিভাবে খালি করেনি ৷ উলটে, সীমান্তে শক্তি বাড়াচ্ছে তারা ৷ যদিও 22 জুন দু'দেশের সেনার লেফটেন্যান্ট জেনেরালদের মধ্যে বৈঠক হয় ৷ আলোচনায় ভারত ও চিন উভয়ই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পাশের এলাকা থেকে সেনা অপসারণে একমত হয় ৷
এই স্যাটেলাইট ছবিগুলি 25 ও 26 জুন প্ল্যানেট ল্যাবস থেকে পাওয়া যায় ৷ অন্যদিকে, গালওয়ান নদীর ধারে ভারতীয় সেনাদের কোনও ক্যাম্পের ছবি পাওয়া যায়নি ৷ দুর্বুক-দৌলত বেগ ওলডি হাইওয়ে থেকে চিনা সেনার ক্যাম্প মাত্র 6 কিলোমিটার দূরত্বে ৷ এই হাইওয়ে দিয়েই পৌঁছানো যায় কারাকোরাম পাস ৷ এই পাস ভারতীয় সেনার কাছে গেটওয়ের মতো ৷ যা দিয়ে আকসাই চিনের উপর নজর রাখতে পারে ভারতীয় সেনা ৷ এই হাইওয়েটি ছাড়া অন্য সব রাস্তাগুলি পাহাড়ের অত্যাধিক উঁচুতে হওয়ায় শীতকালে বরফে ঢাকা থাকে ৷
এবিষয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমে চিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি বলেন, সীমান্তে স্থিতাবস্থা বদলানোর চেষ্টা করছে চিন । যার ফলে শুধু সীমান্তের শান্তি বিঘ্নিত হবে না, দুই দেশের সীমান্ত সম্পর্কেও এর প্রভাব পড়বে । চিনের উদ্দেশ তাঁর বক্তব্য, পূর্ব লাদাখে নিজেদের কার্যকলাপ বন্ধ করতে হবে চিনকে ।