দিল্লি, 21জুলাই : রাজস্থানে কংগ্রেস সরকারে বর্তমান অবস্থান নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে টুইট করেন তিনি । টুইটে BJP সরকারের সাফল্যের তালিকা উল্লেখ করেন । রাজস্থান সরকারকে ফেলার ষড়যন্ত্রও সেই তালিকার অন্তর্ভুক্ত করেন তিনি ।
সচিন পাইলট-অশোক গেহলত দ্বন্দ্ব নিয়ে জনসমক্ষে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি । চুপ ছিলেন রাহুল ও প্রিয়াঙ্কাও । কিন্তু আজ টুইটে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করতে ছাড়়েননি রাহুল । কোরোনা পরিস্থিতিতে BJP সরকারের 'সাফল্যের' তালিকার কথা টুইটে লেখেন ।
সাফল্য তালিকা -
ফেব্রুয়ারি : নমস্তে ট্রাম্প
মার্চ : মধ্যপ্রদেশ সরকারকে ফেলা