পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

4 লাখেরও বেশি ভোটে পরাজিত কানহাইয়া - giriraj singh

কানহাইয়া পেয়েছেন 2 লাখ 70 হাজার ভোট। গিরিরাজের প্রাপ্ত ভোট 6 লাখ 92 হাজার । তৃতীয় স্থানে রয়েছেন RJD-র তনবীর হোসেন ।

ফাইল ফোটো

By

Published : May 24, 2019, 1:24 AM IST

বেগুসরাই (বিহার), 24 মে : বেগুসরাইয়ে 4 লাখের বেশি ভোটে হারলেন CPI প্রার্থী কানহাইয়া কুমার । BJP-র গিরিরাজ সিংয়ের কাছে পরাজিত হন তিনি । গিরিরাজ পেয়েছেন 6 লাখ 92 হাজার ভোট ।

একসময় CPI-র দুর্গ হিসেবে পরিচিত ছিল বেগুসরাই । 29 এপ্রিল ভোট হয় সেখানে । ফলাফল সামনে আসার পর দেখা যায়, মোট ভোট পড়েছে 12 লাখ 17 হাজার । তার মধ্যে কানহাইয়া পেয়েছেন 2 লাখ 70 হাজার ভোট। গিরিরাজের প্রাপ্ত ভোট 6 লাখ 92 হাজার । তৃতীয় স্থানে রয়েছেন RJD-র তনবীর হোসেন । তাঁর প্রাপ্ত ভোট 1 লাখ 97 হাজার ।

2014 সালে এই কেন্দ্র থেকে জিতেছিলেন BJP-র ভোলা সিং। 2009 সালে জিতেছিলেন JD(U)-র মোনাজ়ির হাসান । 2014 সালে নওয়াদা থেকে জিতেছিলেন গিরিরাজ । এবার তিনি বেগুসরাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন । 2014- র লোকসভা নির্বাচনে BJP-র ভোলা সিং RJD-র তনবীর হোসেনকে 58,335 ভোটে হারিয়েছিলেন ।

BJP-র জয়ের খবর চাউর হতেই সাময়িক উত্তেজনা ছড়ায় বেগুসরাইয়ে । অভিযোগ, CPI পার্টি অফিসের সামনে বাজি ফাটাতে শুরু করে BJP সমর্থকরা । এর জেরে BJP ও CPI-র মধ্যে সংঘর্ষ শুরু হয় । উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে পাথর ছোড়াছুড়িও করে ।

ABOUT THE AUTHOR

...view details