পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হরিয়ানায় সরকার গড়ছে BJP-ই - বিজেপি

90টি আসনের মধ্যে হরিয়ানা বিধানসভায় কোনও দল সংখ্যাগরিষ্ঠ আসন জেতেনি । BJP পেয়েছিল 40টি আসন ৷ কংগ্রেসের 31টি আসন । JJP জিতেছে 10টি আসনে ।

বিজেপি-জেজেপি সরকার

By

Published : Oct 25, 2019, 9:53 PM IST

Updated : Oct 25, 2019, 11:23 PM IST

দিল্লি, 25 অক্টোবর : অবশেষে জল্পনা শেষ ৷ হরিয়ানায় কিং-মেকার জননায়ক জনতা পার্টি (JJP) ই ৷ আজ BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ঘোষণা করেন BJP ও JJP একসঙ্গে হরিয়ানায় সরকার গড়বে৷ হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী পদে এবার JJP-র সদস্য ৷ গেরুয়া শিবির থেকে নির্বাচিত হচ্ছেন মুখ্যমন্ত্রী ৷

আজ JJP এবং BJP দলনেতারা বৈঠক করেন ৷ বৈঠকের পর BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, " জনস্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ৷ BJP এবং JJP একত্রে হরিয়ানায় সরকার গড়বে ৷ "

শনিবার থেকে নতুন সরকার গঠনের কাজ শুরু হবে চণ্ডীগড়ে ৷ আগামী 5 বছর হরিয়ানায় শাসন করবে BJP-JJP সরকার জোট ৷ উপমুখ্যমন্ত্রী হচ্ছেন দুষ্মন্ত চৌটালা ৷ যদিও প্রথমে চৌটালা বলেছিলেন, "যাঁরা মুখ্যমন্ত্রীর চেয়ার দেবে তাদেরই সমর্থন করব । " BJP এবং কংগ্রেস সবার জন্যই দরজা খোলাছিল । তিনি বলেছিলেন, " কেউ অচ্ছুত নয় ৷ " যদিও আজ অমিত শাহের সঙ্গে বৈঠকের পর নিজের আগের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে যান চৌটালা ৷

90টি আসনের মধ্যে হরিয়ানা বিধানসভায় কোনও দল সংখ্যাগরিষ্ঠ আসন জেতেনি । BJP পেয়েছিল 40টি আসন ৷ কংগ্রেসের 31টি আসন । JJP জিতেছে 10টি আসনে ।

Last Updated : Oct 25, 2019, 11:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details