পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মমতা হটকারী, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে BJP : উমা ভারতী - মমতা সংবিধান মানেন না

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন ৷ আর সেই নির্বাচনে ক্ষমতায় আসতে চলেছে BJP ৷ আজ মধ্যপ্রদেশে এই কথা বলেন BJP নেত্রী উমা ভারতী ৷

uma bharati
উমা ভারতী

By

Published : Nov 16, 2020, 8:01 PM IST

উজ্জৈন, 16 নভেম্বর : পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে BJP ৷ হঠকারী স্বভাবের জন্যই পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে সরে যেতে হবে মমতাকে ৷ আজ মধ্যপ্রদেশের উজ্জৈনে ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন BJP নেত্রী উমা ভারতী ৷ মমতাকে হটকারী বলার পাশাপাশি উমার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সংবিধান-ই মানেন না ৷

ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে উজ্জৈনের মহাকালেশ্বর মন্দির অন্যতম ৷ কালীপুজোর পর পশ্চিমবঙ্গে যেমন ভাইফোঁটা অনুষ্ঠিত হয়, তেমনি মধ্যপ্রদেশে "ভাই দুজ" ৷ ভাই দুজের পর মহাকালেশ্বরে শিব দর্শন করা এই অঞ্চলের প্রথা ৷ প্রতিবারের মতো এবছরও কোরোনা আবহের মধ্যেও ভাই দুজের পর মহাকালেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে ৷ আমজনতার পাশাপাশি রাজনীতি থেকে চলচ্চিত্র জগতের মানুষও মন্দিরে গিয়ে এই শিবলিঙ্গ দর্শন করেন ৷ আজ মহাকালেশ্বর মন্দিরে আসেন উমা ভারতীও ৷ সেখানেই তিনি এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন ৷ মহাকালেশ্বরে পুণ্যার্থীদের ভিড় প্রসঙ্গে তিনি বলেন, "আজ মানুষ এখানে আসে। কারণ মহাকালেশ্বরই প্রত্যেকের প্রকৃত মাতা, পিতা এবং বন্ধু ৷"

পশ্চিমবঙ্গে এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন ৷ এপ্রসঙ্গেও উমা ভারতীকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, "আমি 2002 সালে ভবিষ্যবাণী করেছিলাম ৷ পশ্চিমবঙ্গ থেকে বামদলের বিদায় হবে, আর তার পরিবর্তে কংগ্রেস নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ই ক্ষমতায় আসবেন ৷ আর এখন আমরা মমতাকে সরিয়ে ক্ষমতায় আসব ৷ এবং এটাই ঘটবে ৷"

মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে তিনি বলেন, "বাম জমানার থেকে মমতার রাজত্বে রাজ্যে হিংসার ঘটনা বহু গুণ বেড়ে গিয়েছে ৷ শুধু তাই নয়, রাজ্যে উন্নয়নের প্রশ্নেও তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনও সহযোগিতা করছেন না ৷" মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সংবিধান বিশ্বাস করেন না বলেও উমা অভিযোগ করেন। বলেন, " মমতা এর আগে একবার স্পিকারের দিকে শাল ছুড়েছিলেন ৷ তাঁর এই হটকারী স্বভাব থেকে পরিষ্কার যে তিনি নিয়ম কানুন, শৃঙ্খলা ও ভারতের সংবিধান মানেন না ৷ এর থেকে পরিষ্কার পশ্চিমবঙ্গে BJP ক্ষমতায় আসতে চলেছে ৷ "

বিহার নির্বাচন নিয়েও টিপ্পনি কাটেন উমা ভারতী ৷ বিহারে মহাজোট ক্ষমতায় আসতে পারেনি ৷ RJD-র এক নেতা এজন্য রাহুল গান্ধির তীব্র সমালোচনা করেছেন ৷ RJD-র সঙ্গে জোট করেও কংগ্রেস সেভাবে ভোট প্রচার করেনি ৷ প্রচার পর্বে বিহারে পা দেননি রাহুল গান্ধি ৷ এনিয়ে RJD নেতা রাহুলের কড়া সমালোচনা করেছেন ৷ এই বিষয়ে প্রশ্ন করলে উমা বলেন, "প্রথমে কংগ্রেস মুক্ত ভারত হবে ৷ তারপরে নেহেরু গান্ধির পরিবার তন্ত্র থেকে বের হবে কংগ্রেস ৷"

ABOUT THE AUTHOR

...view details