পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গডসে-মন্তব্য: শো-কজ BJP-র, চাপে পড়ে ক্ষমা চাইলেন সাধ্বী প্রজ্ঞা

প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটি থেকে সরানোর পর এবার সাধ্বী প্রজ্ঞাকে সমন পাঠালো BJP ৷ গতকালই তাঁর মন্তব্যকে সমর্থন করেন না বলে জানিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ যদিও চাপে পড়ে এদিন সংসদে ক্ষমা চাইলেন সাধ্বী প্রজ্ঞা ৷

By

Published : Nov 29, 2019, 12:25 PM IST

Updated : Nov 29, 2019, 12:41 PM IST

image
সাধ্বী প্রজ্ঞা

দিল্লি, 29 নভেম্বর : সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে চলেছে দল ৷ নাথুরাম গডসেকে নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে সমন পাঠানো হয়েছে বলে খবর ৷ গত বুধবার নাথুরাম গডসেকে দেশভক্ত বলে মন্তব্য করেছিলেন সাধ্বী ৷ বিতর্কিত মন্তব্যের জন্য আজ সংসদ কক্ষে ক্ষমা চান তিনি ৷

BJP সাংসদ প্রজ্ঞা ঠাকুরের মন্তব্য নিয়ে গতকাল সংসদে সরব হয়েছিল বিরোধীরা । ওয়াকআউট করেন কংগ্রেস সাংসদরা । চাপে পড়ে তাঁকে সরানো হয় প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটি থেকে ৷ এবার তাঁর বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করতে চলেছে BJP ৷

গতকালই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, কেউ যদি নাথুরাম গডসেকে দেশভক্ত হিসেবে উল্লেখ করেন তাহলে আমরা সেই বক্তব্যকে সমর্থন করি না । একই সুর শোনা গিয়েছিল BJP-র কার্যকরী সভাপতি জেপি নাড্ডার গলাতেও । তখনই স্পষ্ট হয়ে যায় সাধ্বীর বিরুদ্ধে কঠোর হতে চলেছে দল ৷

Last Updated : Nov 29, 2019, 12:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details